পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কাছের মানুষ হতে 'গোত্র' লাগে নাকি ? প্রশ্ন মুক্তি দেবীর

আমাদের চারপাশে বিভিন্ন ধর্মের মধ্যে হিংসা, বিরোধ প্রতিনিয়ত বাড়তে দেখছি আমরা । আমরা ভুলে যাই, মনুষ্যত্বের উপরে কোনও ধর্ম বা জাত নেই । একটি মন ছুঁয়ে যাওয়া গল্পের মধ্য়ে দিয়ে 'গোত্র' আমাদের মনুষ্যত্বের গুরুত্বটাকেই মনে করাতে চেয়েছে ।

প্রকাশ্য়ে 'গোত্র'-র টিজ়ার

By

Published : Jul 3, 2019, 2:22 PM IST

Updated : Jul 5, 2019, 1:35 PM IST

কলকাতা : আগেই সামনে এসেছে ছবির পোস্টার । এবার প্রকাশ্যে এল 'গোত্র'-র টিজ়ার । বিনোদনের মাধ্য়মে দর্শকদের একটা সামাজিক বার্তা পৌঁছে দিতে পুরোপুরি তৈরি পরিচালক যুগল । শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ও নন্দিতা রায়ের পরবর্তী ছবি 'গোত্র' মুক্তি পেতে চলেছে জন্মাষ্টমীতে । ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অনসূয়া মজুমদার, মানালি দে ও নাইজেল আকারা ।

টিজ়ারটিতে দেখা যাচ্ছে, মুক্তি দেবীকে (অনসূয়া মজুমদার) । তিনি ভগবান শ্রীকৃষ্ণর ভক্ত । তাঁর বাড়ির নাম 'গোবিন্দ ধাম' । তাঁর একমাত্র ছেলে বিদেশে থাকে । আর মুক্তি দেবী কাছের কয়েকজন মানুষের সঙ্গে থাকেন ওই বাড়িতেই ।

ঝুমাও (মানালি দে) থাকে গোবিন্দ ধামে । তাকে মুক্তি দেবী তাঁর নিজের মেয়ের মতো মনে করেন । এছাড়াও রয়েছে তাঁর ছেলের বন্ধু, যে বাড়ির মন্দিরের পুরোহিত । আর একজন রয়েছে ওই বাড়িতে । সে তারিক আলি (নাইজেল আক্কারা) । শুধু বাড়ি নয়, জায়গা করে নিয়েছে মুক্তি দেবীর মনেও । তার ভালো ব্য়বহারের জন্য তাকে নিজের ছেলের মতো ভালোবাসেন মুক্তি দেবী ।

টিজ়ারে তারিক আলি ও মুক্তি দেবীর অদ্ভুত সম্পর্ককেই ফোকাস করা হয়েছে । ধর্মের দিক থেকে আলাদা হলেও তাঁদের মধ্যে এক আবেগপ্রবণ সম্পর্ক রয়েছে । আমাদের চারপাশে বিভিন্ন ধর্মের মধ্যে হিংসা, বিরোধ প্রতিনিয়ত বাড়তে দেখছি আমরা । আমরা ভুলে যাই, মনুষ্যত্বের উপরে কোনও ধর্ম বা জাত নেই ।

একটি মন ছুঁয়ে যাওয়া গল্পের মধ্য়ে দিয়ে 'গোত্র' আমাদের মনুষ্যত্বের গুরুত্বটাকেই মনে করাতে চেয়েছে ।

দেখে নিন টিজ়ারটি...

Last Updated : Jul 5, 2019, 1:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details