পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"নুসরত কোন ধর্মাবলম্বী সেটা আগে পরিষ্কার করুক" - nusrat jahan

কয়েক বছর ধরেই একাধিক দুর্গাপুজোয় অংশ নিয়েছেন নুসরত । কিন্তু, নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ের পর থেকেই হিন্দু ও মুসলিম দুই ধর্মের মানুষের আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে । তাঁর ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ।

ছবি

By

Published : Oct 9, 2019, 1:56 PM IST

Updated : Oct 9, 2019, 3:15 PM IST

কলকাতা : অষ্টমীর দিন স্বামীর সঙ্গে অঞ্জলি দিয়েছেন নুসরত জাহান । ঢাকও বাজিয়েছেন । আবার ঢাকের তালে নাচতেও দেখা গেছে তাঁকে । গোটা পুজোতেই সামিল হয়েছিলেন তিনি । কিন্তু, নবমীর দিনই ফের বিতর্কে জড়িয়ে পড়েছিলেন । তাঁর ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন ব্যবসায়ী শিবাজি পাঁজা । সোশাল মিডিয়ায় নুসরতকে আক্রমণ করে পোস্ট করেন তিনি ।

কয়েক বছর ধরেই একাধিক দুর্গাপুজোয় অংশ নিয়েছেন নুসরত । কিন্তু, নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ের পর থেকেই হিন্দু ও মুসলিম দুই ধর্মের মানুষের আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে । তাঁর ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ।

নুসরতের সিঁদুর পরা নিয়েও বিতর্ক হয়েছিল । এরপর ইস্কনের রথযাত্রা নিয়েও বিতর্ক হয় । সংসদে এর প্রতিবাদ করেছিলেন নুসরত । তবে সেখানে থামেনি বিতর্ক । এবার সেই বিতর্ককে আরও একবার উসকে দিলেন শিবাজি পাঁজা ।

সোশাল মিডিয়ায় নুসরতকে আক্রমণ করে তিনি লেখেন, "নুসরত কোন ধর্মাবলম্বী সেটা অবিলম্বে ওর পরিষ্কার করে বলা উচিত ... যদি ও ধর্মবিশ্বাসী না হয় , তাহলে দুর্গাপুজোর প্রতিমা এবং মণ্ডপসজ্জা অসাধারণ Art Installation হিসাবে দেখতে যেতে পারে, রথের মেলায় যেতে পারে ; যদি ইসলাম ধর্মাবলম্বী হয় তাহলেও একইভাবে ও উৎসবে সামিল হতে পারে কিন্তু পুজোর আচারে সামিল হতে গেলে- মন্ত্রোচ্চারণ করে পুষ্পাঞ্জলী দিতে গেলে বা জগন্নাথ দেবের আরতি করতে হলে হিন্দুধর্মাবলম্বী হতেই হবে .. নিজের ধর্মীয় অবস্থানটা ওর পরিষ্কার করে দেওয়া উচিত তা নাহলে রথযাত্রা-দুর্গাপুজো প্রত্যেক পুজো-পার্বণে ওর নিজের Publicity’র জন্য বিতর্কিত ফুটেজ খাওয়াটাকে কেন্দ্র করে একদিন বড় সমস্যা হতে পারে ... "

শিবাজি পাঁজার এই পোস্টকে কেউ সমর্থন জানিয়েছেন । আবার কেউ কটাক্ষ করেছে তাঁকে । তবে এই ধরনের বিষয়ে গুরুত্ব দিতে নারাজ নুসরত । এ বিষয়ে ETV ভারত সিতারার তরফে তাঁকে প্রশ্ন করা হয়েছিল । জানিয়েছিলেন, এই বিতর্ক তিনি গায়ে মাখেন না । সব ধর্মকে সমানভাবে সম্মান করেন । আর সেটা অনেক আগে থেকেই মেনে আসছেন ।

Last Updated : Oct 9, 2019, 3:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details