কলকাতা, 28 ডিসেম্বর: বাবা-মেয়ের সম্পর্কের (father daughter relationship) টানাপোড়েনের গল্প আসতে চলেছে বড় পর্দায় । বাবার চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee)। মেয়ের চরিত্রে তুহিনা দাস (Tuhina Das)। ছবি 'অপরাজিতা' (Aparajita)। সামনে এল ফার্স্ট লুক ৷
অপরাজিতা এবং তার বাবা কেউ কারওর সঙ্গে কথা বলে না । এক বাড়িতে থাকে তারা । দু‘জনের মধ্যেই চলে ইগোর লড়াই । শুধুমাত্র একটি ডায়েরিই তাদের দুজনের কথা বলার মাধ্যম । অপরাজিতা (Aparajita first look) স্বাধীনচেতা একটি মেয়ে । সে একটি কর্পোরেট কোম্পানিতে কাজ করে । বয়ফ্রেন্ড সাহেবের কাছে সে তার রাগ, দুঃখ, অভিমান উগড়ে দেয় । অপরাজিতার বড় দিদি আমেরিকায় থাকে । সাহেব বা তার দিদি কেউই অপরাজিতার সঙ্গে তার বাবার সম্পর্ক ঠিক করতে পারে না । গল্প যত এগোয় বাবা-মেয়ের সম্পর্ক তত জটিল হয়ে উঠতে থাকে । শেষমেশ এই সম্পর্কের পরিণতি কী হয় তাই নিয়েই এই ছবি ।
সাহেব, অপরাজিতার দিদি, তাদের পরিবারের ঘনিষ্ঠ ডাক্তার কেউ কি পারবে বাপ-মেয়ের মধ্যের এই দূরত্ব ঘুচিয়ে দিতে ? জানা যাবে ছবির মুক্তির পর ।
অপরাজিতার চরিত্রে তুহিনা দাস, বাবার চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায়, বয়ফ্রেন্ডের চরিত্রে দেবতনু, পরিবারের ঘনিষ্ঠ ডাক্তার রানা বসু ঠাকুর, দিদির চরিত্রে অমৃতা দে । ছবির প্রযোজক অমৃতা দে । তিনি গানও গেয়েছেন ছবিতে । ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনা সবই রোহন সেনের । সঙ্গীত পরিচালনায় রয়েছেন কৃষ্ণেন্দু রাজ আচার্য । গান গেয়েছেন অনুপম রায়, অমৃতা দে ৷ গীতিকার রাজ সেন, কৃষ্ণেন্দু রাজ আচার্য এবং রোহন সেন । ডিরেক্টর অফ ফটোগ্রাফিতে রিপন হোসেন । সম্পাদনায় সায়ন্তন নাগ । কার্যনির্বাহী প্রযোজনায় দেবার্ঘ মুখোপাধ্যায় ।