মুম্বই, 28 সেপ্টেম্বর: 39-এ পড়লেন বলিউডের অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) ৷ জন্মদিনে মন ভাল করা উপহার পেলেন তিনি ৷ এই বিশেষ দিনে তাঁর আপকামিং ফিল্ম 'শামশেরা'র (Shamshera first look) একটি টিজার প্রকাশ করেছেন নির্মাতারা ৷ সেখানে তুলে ধরা হয়েছে এই ছবিতে রণবীরের লুক ৷ তিনি ছাড়াও করণ মালহোত্রা পরিচালিত এই ফিল্মে দেখা যাবে বাণী কাপুর ও সঞ্জয় দত্তকে ৷
'শামশেরা'য় রণবীরের এই লুক দেখে তাঁকে চেনা মুশকিল ৷ তাঁর গভীর চাউনিই যেন অনেক বার্তা দেওয়ার চেষ্টা করছে ৷ 2018 সালে সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জুতে শেষ অভিনয় করেছেন রণবীর কাপুর ৷ তারপর এটাই তাঁর প্রথম ফিল্ম ৷
আরও পড়ুন:Aghaat: ছদ্মবেশে জঙ্গি ধরবে রণজয়, আসছে অস্ট্রেলিয়ান ওয়েব সিরিজ 'আঘাত'
ছবির পরিচালক করণ মালহোত্রা এর আগে হৃত্বিক রোশন, সঞ্জয় দত্তের অগ্নিপথ ও অক্ষয় কুমার, সিদ্ধার্থ মালহোত্রার ব্রাদার্সের পরিচালনা করেছেন ৷ প্রাথমিক ভাবে ঠিক ছিল যে 2020 সালে মুক্তি পাবে 'শামশেরা' ৷ তবে করোনা অতিমারির জেরে বলিউডের অন্যান্য ছবির মতোই এই ছবির প্রোডাকশনের কাজও পিছিয়ে যায় ৷ এই ছবি সম্পর্কে রণবীর আগেই জানিয়েছেন যে, ছবিটি 1800 শতাব্দীর প্রেক্ষাপটে তৈরি হয়েছে ৷