মুম্বই, 25 জুন : লকডাউনের ঘরবন্দি জীবন থেকে বেরিয়ে এ বার কাজে ফিরলেন বলিউডের মেগাস্টার শাহরুখ খান (Shah Rukh Khan) ৷ এমন একটা দিনে, যে দিন পূর্ণ হল তাঁর কেরিয়ারের অভিষেক ঘটার 29 বছর (29th Debut Anniversary) ৷ মুম্বইয়ের ওয়াইআরএফ স্টুডিয়োয় তাঁর আপকামিং স্পাই থ্রিলার 'পাঠান'-এর (Pathan) শ্যুটিং শুরু করলেন কিং খান ৷ এই ফিল্মে আবারও তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ৷
পাঠানের সেটের বাইরে শাহরুখ খানের গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ৷ সেই গাড়ির পাশেই ছিল পরিচালক সিদ্ধার্থ আনন্দের গাড়ি ৷ একটি সূত্রের দাবি, "করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে হওয়া লকডাউনের পর শুরু হয়েছে পাঠানের শ্যুটিং ৷ এসআরকে-র দৃশ্যের শ্যুটিং-ই প্রথমে হবে ৷ আমরা জানতে পারছি যে, কয়েক দিনের মধ্যেই দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামও (John Abraham) শ্যুটিং শুরু করবেন ৷ অ্যাকশন ও অন্যান্য বড় দৃশ্যগুলির শ্যুটিং-এর জন্য বিদেশে যাওয়ার আগে নির্ধারিত সময়ের মধ্যে এখানে ছোট ছোট বেশ কয়েকটি দৃশ্যের শ্যুটিং হবে ৷"
আরও পড়ুন:শ্যুটিংয়ের পোশাকেই স্পষ্ট বেবি বাম্প, নিজের উপর বিশ্বাস রাখার বার্তা নুসরতের
গত এপ্রিলে এই ফিল্মের শ্যুটিং-এ দু দিনের জন্য ছোট বিরতি নেওয়া হয়েছিল ৷ কিন্তু সেই সময়ই মহারাষ্ট্র সরকার জনতা কার্ফু জারি করায় আর শ্যুটিং শুরু করা যায়নি ৷ জানা গিয়েছে, এখন মুম্বইয়ের স্টুডিয়োতেই টানা 10 দিন ধরে চলবে শ্যুটিং ৷ বায়ো-বাবলের মধ্য়েই কাজ চলবে ৷ শ্যুটিং-এর সঙ্গে যুক্ত সব অভিনেতা ও কলাকুশলীদের টিকাকরণ করিয়ে সুরক্ষা সম্পর্কে নিশ্চয়তা দিয়েছেন নির্মাতারা ৷ মেনে চলা হচ্ছে যাবতীয় কোভিড বিধি ৷ সিদ্ধার্থ আনন্দের এই ফিল্মে একটি বিশেষ ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে বলিউডের আর এক মেগাস্টার সলমন খানকে ৷