মুম্বই, 16 মার্চ:2018-র পর 2022 ৷ জিরোর পর লম্বা বিরতি পেরিয়ে পাঠান ৷ কিং ইজ ব্যাক ৷ আর তিনি যখন বলিউডের বাদশা, তখন তাঁর প্রত্যাবর্তনও যে রাজকীয় হবে তা বলাই বাহুল্য ৷ সম্প্রতি পাঠানের সেট থেকে শাহরুখ খানের (Shah Rukh Khan flaunts his ripped abs) একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে এসআর-কে শার্টলেস ৷ স্পষ্ট তাঁর এইট প্যাক অ্যাব ৷ 56 বছরের রোম্যান্স কিং-এর এই ছবি ঘায়েল করেছে তাঁর অগুন্তি ফ্যানেদের ৷ তাঁর অনুরাগী সেলিব্রিটিরাও শাহরুখের (shirtless picture of Shah Rukh Khan) এই ট্রান্সফরমেশনকে কুর্নিশ জানিয়েছেন ৷
চরিত্রের প্রয়োজনে নিজেকে বারবার ভেঙেছেন বলিউডের কিং খান ৷ এর আগেও ওম শান্তি ওমে পরের জন্মের শাহরুখের অ্যাবস নজর কেড়েছিল দর্শকদের ৷ জিরো ছিল আবার একেবারে অন্য ঘরানার ৷ আর এ বার পাঠানে দেখা মিলবে সম্পূর্ণ ভিন্ন শাহরুখের (leaked picture from Pathaan sets)৷ সে রকমই ইঙ্গিত দিচ্ছে স্পেনের সেট থেকে ফাঁস হওয়া তাঁর ছবি ৷
8-প্যাক অ্যাবসে সুপার হট শাহরুখ, পাঠানের সেট থেকে ছবি ফাঁস আরও পড়ুন:Deepika-SRK shoot Pathaan song in Spain: স্পেনে পাঠানের গান শুটে রোম্যান্স শাহরুখ-দীপিকার, কী বললেন রণবীর ?
সেখানে দেখা যাচ্ছে লম্বা চুল এসআরকে-র ৷ পরনে শুধু সবুজ কার্গো প্যান্ট ৷ খালি গায়ে স্পষ্ট ধরা পড়ছে তাঁর সুগঠিত অ্যাবস ৷ মাথার উপর একটি বিম ধরে দাঁড়িয়ে রয়েছেন তিনি ৷ এই ছবি দেখে আপ্লুত শাহরুখ-ফ্যানেরা (Shah Rukh Khan's transformation)৷ সোশ্যাল মিডিয়া ভেসেছে লাল হৃদয়ের ইমোজিতে ৷ পাল্লা দিয়ে পড়েছে আগুনের ইমোজি ৷ নেটিজেনরা বলছেন, "সো হট, এসআরকে অন ফায়ার ৷" একজন আবার লিখেছেন, "ড্যাম ৷ তাঁর উপর থেকে চোখ সরাতেই পারছি না ৷"
শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামের পাঠান (Pathaan latest news) মুক্তি পাওয়ার কথা 2023 সালের 25 জানুয়ারি ৷ হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাবে সিদ্ধান্ত আনন্দের স্পাই থ্রিলার ৷ 2018 সালের জিরোর পর এটাই এসআরকে-র প্রথম ফিল্ম ৷ তাই এই ছবি নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে ভক্তদের ৷
আরও পড়ুন:SRK New Look : 'পাঠান'-এ কেমন হতে চলেছে বাদশার অবতার ? জল্পনার মাঝে প্রকাশ্য়ে নয়া লুক