মুম্বই, 6 জুলাই : এক সময়ে দাপিয়ে অভিনয় করেছেন ৷ বেপন্নাহ, সাথ নিভানা-সহ নানা টিভি শোতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকদের ৷ অভিনেত্রী শগুফতা আলি (Shagufta Ali)৷ তবে এখন তাঁর হাতে কোনও কাজ নেই ৷ গত চার বছর ধরে এ ভাবেই চলছে ৷ জিনিসপত্র বেচে দিয়ে করছেন দিন গুজরান ৷ তবে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় এ বার তিনি সাহায্য চেয়ে আবেদন করলেন ৷
একটি প্রকাশককে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, "আমি জানি না কেন, তবে গত চার বছর ধরে আমার হাতে কাজ প্রায় নেই ৷ যেটুকু কাজ আসছে, শেষ মুহূর্তে তা ভেস্তে যাচ্ছে ৷ অনেকেই হয়তো জানেন না আমি প্রবল আর্থিক সঙ্কটের মধ্যে আছি ৷ বেঁচে থাকার জন্য আমায় অনেক কিছু বিক্রি করে দিতে হয়েছে ৷" নিজেকে সেলফ-মেড পার্সন হিসেবে বর্ণনা করে অভিনেত্রী আর্থিক সাহায্য চেয়ে আকুতি জানিয়েছেন ৷ বেঁচে থাকার জন্য কাজও চেয়েছেন তিনি ৷ তাঁর কথায়, "আমি সত্যিই বুঝতে পারছিলাম না ৷ আমার কি সাহায্য চাওয়া উচিত ? তবে আমার বিক্রি করার মতো আর কিছু নেই, তাই খুব কষ্টে আছি ৷"
আরও পড়ুন: আমার রাজি , স্বামীর প্রয়াণের পর প্রথম টুইট ভগ্নহৃদয় মন্দিরার