পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এখনই অভিনয় শুরু করতে চান না প্রবীণ অভিনেতারা

মাধবী মুখোপাধ্যায় থেকে শুরু করে লিলি চক্রবর্তী, দীপঙ্কর দে, শুভাশিস মুখোপাধ্যায়ের মতো এতদিনের অভিজ্ঞ এবং বয়স্ক তারকাদের গলায় একই সুর ধরা পড়েছে । রোজগারের জন্য নিজেদের বিপদের মুখে কেউই ফেলতে চাইছেন না এখন ।

dfg
dfg

By

Published : Jun 8, 2020, 11:02 PM IST

কলকাতা : দীর্ঘ আড়াই মাস স্তব্ধ থাকার পর অবশেষে সচল হতে চলেছে টলিউড । 10 জুন থেকে শুটিং শুরু হতে চলেছে টলিউডে । মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে 4 জুন টেকনিশিয়ন স্টুডিয়োতে বৈঠকে বসে আর্টিস্ট ফোরাম, EIMPA, ফেডারেশন এবং প্রোডিউসারস গিল্ড সহ সব সংগঠনগুলি । সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় । তবে শুটিং নিয়ে কী বলছেন প্রবীণ তারকারা ? তাঁদের সঙ্গে কথা বলল ETV ভারত সিতারা ।

মাধবী মুখোপাধ্যায় থেকে শুরু করে লিলি চক্রবর্তী, দীপঙ্কর দে, শুভাশিস মুখোপাধ্যায়ের মতো এতদিনের অভিজ্ঞ এবং বয়স্ক তারকাদের গলায় একই সুর ধরা পড়েছে । রোজগারের জন্য নিজেদের বিপদের মুখে কেউই ফেলতে চাইছেন না এখন । বহু ধারাবাহিকে অভিনয় করেছেন দীপঙ্কর দে । কিন্তু, এখনই শুটিংয়ে ফেরার কথা ভাবতেই পারছেন না দীপঙ্কর । তিনি জানিয়ে দেন, "আমি এখন শুটিংয়ে ফিরব না । মাস দুয়েক আমি শুটিংয়ে যাবই না ।"

দীপঙ্কর দের মতো মাধবী মুখোপাধ্যায়ও ধারাবাহিকে খুবই নিয়মিত অভিনয় করেন । তিনি কাজ করছিলেন 'নকশী কাঁথা' ধারাবাহিকে । যদিও শুটিংয়ে এখনই ফিরবেন কিনা তাই নিয়ে কিছু জানাননি তিনি । বলেন, "আমি শুটিংয়ে যাওয়ার কথা এখনই ভাবছি না । তাছাড়া আমাকে বলেওনি কেউ ।"

দুটি সিনেমায় অভিনয় করার কথা ছিল বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীর । সেই সঙ্গে দুটি ধারাবাহিকেও কাজ করছিলেন তিনি, একটি 'অন্য যশোধা' ও আরেকটি 'কনক কাঁকন'। অনেক বয়স্ক আর্টিস্ট আছেন বলে 'অন্য যশোধা' বন্ধ হয়ে গিয়েছে । সুদীপা চট্টোপাধ্যায় তাঁর একটি ধারাবাহিকের জন্য লিলি চক্রবর্তীকে অভিনয় করার কথা বলেছিলেন । যদিও এই মুহূর্তে শুটিংয়ে ফিরতে চাইছেন না লিলি । কাজের থেকে শারীরিক সুরক্ষাকেই বেশি প্রাধান্য দিয়েছেন তিনি । বলেন, "আমি কোনও শারীরিক সুস্থতার প্রমাণ দেখাব না । শুটিংয়েও ফিরব না । আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, জুন, জুলাই শুটিং করব না । বাড়িতেই বসে থাকব ।" তিনি আরও বলেন, "এখন আমার ডেট দেওয়ার কোনও প্রশ্নই আসছে না । আগে দেখব, কীভাবে শুটিং হচ্ছে । যেভাবে কোরোনা এখন বাড়ছে, আমার একার কথা তো ভাবলে চলবে না । আমার বাড়ির লোকেদের সুরক্ষার কথাও ভাবতে হবে । আমি ভাইরাসটা নিয়ে এলাম, আর বাড়িসুদ্ধ লোক গৃহবন্দী হয়ে থাকবে । তাই আমার কোনও দরকার নেই । আমি ঠিকই করে নিয়েছি বাড়িতেই থাকব ।"

'কনক কাঁকন' ধারাবাহিকে অভিনয় করছিলেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় । তিনি বলেন, "আর কয়েকদিন বন্ধ থাকলে কী ক্ষতি হত আমি জানি না । এগুলো তাড়াহুড়ো করে করার কোনও মানে নেই । আরও দু-তিন মাস অপেক্ষা করতে পারত । আমার থেকেও সিনিয়র যাঁরা, তাঁরা কী করবেন ? যে মানুষগুলো এই টাকায় নিজের ওষুধ কেনেন, তিনি তো বলতে পারবেন না আমি সুস্থ । তাহলে তো সেই মানুষটা কাজ করতে পারবেন না ? কিন্তু যখন লকডাউন ছিল না, তাঁরা কাজ করেছেন । সেই কাজটা করে তিনি ওষুধও কিনেছেন । এখনই মানুষগুলোর কী হবে, কেউ কি ভেবে দেখেছে ? 35জন মিলে কাজ করবেন, তাহলে জুনিয়র আর্টিসদের কী হবে, জুনিয়র টেকনিশিয়নদের কী হবে ? এইসব দেখলে আমার ভিতরে ভীষণ অশান্তি হয়...।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details