পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Iman Chakraborty: জন্মদিনে পর্দা উন্মোচন ! বড়পর্দায় ডেবিউতে কোন চরিত্রে ইমন ? - ইমন চক্রবর্তীর গান

ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) জন্মদিনে তাঁর একটি সিক্রেটের পর্দা উন্মোচন হল ৷ জানা গিয়েছে, কয়েদির (Prisoner) অবতারে বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন গায়িকা ৷

secret revealed on birthday, Iman Chakraborty making his big screen debut as a prisoner
জন্মদিনে পর্দা উম্মোচন! কয়েদির অবতারে বড়পর্দায় ডেবিউ ইমন চক্রবর্তীর

By

Published : Sep 13, 2021, 6:47 PM IST

Updated : Sep 13, 2021, 7:49 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) আজ জন্মদিন । 32 বছর পূর্ণ করলেন তিনি ৷ আর এই বিশেষ দিনেই তাঁর একটি গুরুত্বপূর্ণ সিক্রেটের পর্দা উন্মোচন হল ৷ তিনি যে বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন, সেই খবর আমরা আগেই জানিয়েছিলাম ৷ এ বার প্রকাশ্যে এল তাঁর চরিত্র ৷ জানা গিয়েছে, চার গল্পের সমষ্টি 'নীতিশাস্ত্র' (Nitishastra)-এ কয়েদির (Prisoner) অবতারে ধরা দেবেন ইমন ৷

গতকাল রাত থেকেই ইমন চক্রবর্তীকে ঘিরে ভক্তকুলের উন্মাদনা তুঙ্গে । রাত 12টায় ভক্ত ও বন্ধুবান্ধবদের সঙ্গে জন্মদিনের কেক কাটলেন গায়িকা ।

আরও পড়ুন:Nitishastra: চারটি ছোটগল্পের সমষ্টি নীতিশাস্ত্র, থাকছেন ইমন-মিথিলা-ঋতব্রত

সোশ্যাল মিডিয়ায় সেই বার্থ ডে সেলিব্রেশনের লাইভ দেখে আহ্লাদে ভেসেছে ইমনের ভক্তকুল ৷ শুভেচ্ছাবার্তার ভরে উঠেছে ইমনের ফেসবুকের দেওয়াল । কারওকেই 'ধন্যবাদ' জানাতে মিস করেননি গায়িকা । ফেসবুকেই ভিডিয়ো বার্তায় তিনি ধন্যবাদ জানিয়েছেন সবাইকে ৷

গায়িকা এ বার পেতে চলেছেন নায়িকার পরিচয় । চারটি গল্পের সমষ্টিতে তৈরি 'নীতিশাস্ত্র'-তে 'মোক্ষ' নামের একটি গল্পে রয়েছেন ইমন চক্রবর্তী । তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বিদীপ্তা চক্রবর্তী । এই ছবিতে ইমন এবং বিদীপ্তা দু'জনকেই দেখা যাবে কয়েদির চরিত্রে । ইউনিটের তরফে জানা গিয়েছে, এই গল্পের শুটিং হবে কলকাতার আলিপুর সংশোধনাগারে ।

আরও পড়ুন:Sreelekha Mitra: ভেনিসের রেড কার্পেটে শাড়িতে মোহময়ী শ্রীলেখা

ইমন এর আগে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'-ছবিতে অম্বরীশ ভট্টাচার্যের প্রেমিকার চরিত্রে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন । তা ছাড়াও একটি শর্ট ফিল্মে নিপাট গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন তিনি । এ বার বিগ ব্রেক ৷ তাও আবার রোম্যান্টিক নায়িকা বা গ্ল্যামারাস চরিত্রে নয় । একজন কয়েদির ভূমিকায়, ডি-গ্ল্যাম লুকে । নিজের এই টলি ব্রেক নিয়ে উচ্ছ্বসিত ইমন ।

আরও পড়ুন:Ritwick Ditipriya: ওয়েবে যাত্রা শুরু ঋত্বিকের, জুটি বাঁধছেন দিতিপ্রিয়া

নীলাঞ্জন ঘোষের সঙ্গে বিয়ের পর এটাই তাঁর প্রথম জন্মদিন । সোশ্যালে পোস্ট করে নীলাঞ্জন লিখেছেন "আজ এনার জন্মদিন ।"

Last Updated : Sep 13, 2021, 7:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details