কলকাতা : কিছুদিন আগে প্রথম টিজ়ার প্রকাশ করে দর্শকদের সাইবার দুনিয়া নিয়ে সচেতন করেছিলেন 'পাসওয়ার্ড'-র অভিনেতা অভিনেত্রীরা । এবার দর্শকদের সামনে দ্বিতীয় টিজ়ার আনলেন ছবিনির্মাতারা ।
মুক্তি পেল 'পাসওয়ার্ড'-র দ্বিতীয় টিজ়ার - Adrit
প্রথম টিজ়ারে দর্শককে সাইবার দুনিয়া সম্পর্কে সচেতন করেছিলেন দেব সহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা । অ্যাকশন দেখা গেল নতুন টিজ়ারে ।
এবার আর শুধু সতর্ক নয়, সাইবার দুনিয়ার অন্ধকার জগৎটাকে ধ্বংস করার চেষ্টা করতে দেখা গেল দেব ও তাঁর টিমকে । যুদ্ধ যেমন ইন্টারনেটে চলছে, চলছে বাস্তবেও বন্দুক নিয়ে । এমনই কিছু দৃশ্য তুলে ধরা হল নতুন এই টিজ়ারে ।
'পাসওয়ার্ড'-র বিষয়বস্তু ক্রাইম ও ইন্টারনেট হ্যাকিংকে কেন্দ্র করে । আজ টিজ়ার লঞ্চ উপলক্ষে দক্ষিণ কলকাতার হাজরা পার্ক সার্বজনীন দুর্গা পুজো কমিটির প্রাঙ্গণে উপস্থিত হন দেব, রুক্মিণী, পাওলি, পরমব্রত, অদ্রিত ও ছবির পরিচালক কমলেশ্বর মুখার্জি । শেয়ার করেন ছবির নানা খুঁটিনাটি বিষয় ।