আসানসোল, 13 মার্চ : নিবার্চনের আগে কেন্দ্রের মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন করাটা খুব জরুরি । আর প্রার্থী যদি প্রথমবার ভোটে দাঁড়ান, তাহলে সম্পর্ক তৈরি করাটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে । আসানসোল দক্ষিণের প্রার্থী হিসেবে প্রথমবার ভোটে দাঁড়িয়েছেন সায়নী ঘোষ । আর নাম ঘোষণার পর থেকেই তিনি কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন ।
তারকা প্রার্থীকে ছুঁতে পেরে খুব আনন্দ পেয়েছেন এলাকাবাসীরা । নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছেন তাঁরা । কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, তো কেউ জড়িয়ে ধরছেন । একজন আবার শিল-নোড়া বের করে পুদিনা চাটনি বানানো শেখালেন সায়নীকে ।