পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Save the Mothers: সিঙ্গল মাদারের লড়াইয়ের গল্প শোনাবে 'সেভ দ্য মাদার্স' - সেভ দ্য মাদার্স

সিঙ্গল মাদারের লড়াইয়ের গল্প (story of a single mother) শোনাবে শুভেন্দু দাসের বাংলা ছবি 'সেভ দ্য মাদার্স' (Save the Mothers)৷

save-the-mothers-to-tell-the-story-of-a-single-mother
সিঙ্গল মাদারের লড়াইয়ের গল্প শোনাবে 'সেভ দ্য মাদার্স'

By

Published : Jan 28, 2022, 2:05 PM IST

কলকাতা, 28 জানুয়ারি: পরিচালক শুভেন্দু দাস (Suvendu Das director) বানাচ্ছেন বাংলা ছবি 'সেভ দ্য মাদার্স' (Save the Mothers)।

সমাজ যতই এগিয়ে চলুক, আজও অনেক পরিবারে কন্যাসন্তান জন্ম নিলে শঙখ বাজে না, অন্নপ্রাশন হয় না । মাকে অনেক গঞ্জনা সহ্য করতে হয় । আজও সমাজের একজন একা মাকে (story of a single mother) নিয়ে লোকের প্রশ্ন থাকে নানাবিধ । এমনই এক গল্প নিয়ে হাজির হচ্ছেন পরিচালক শুভেন্দু দাস । ছবির নাম 'সেভ দ্য মাদার্স'।

গল্পের দিকে তাকালে দেখা যাবে, রাহুল এবং পূজা একে অপরকে ভালবাসে (New Bengali film)। কিন্তু এই সম্পর্ক মেনে নেয় না পূজার পরিবার । তাই রাহুলকে বিয়ে করতে বাড়ি থেকে পালিয়ে যায় পূজা । রাহুলের পরিবার পূজাকে মেনে নেয় । বিয়ের কয়েক মাস পরেই পূজা গর্ভবতী হয় । রাহুলের পরিবার বেআইনিভাবে লিঙ্গ নির্ধারণ পদ্ধতির মাধ্যমে জানতে পারে যে, পূজা একটি মেয়ে সন্তানের জন্ম দিতে চলেছে । রাহুলের পরিবার ছেলে সন্তান চায় বলে তাঁদের পরিবারে সমস্যা শুরু হয় । সন্তানকে বাঁচাতে স্বামীর বাড়ি থেকে পালায় পূজা । এখানে একজন সিঙ্গল মাদার কীভাবে নিজেকে এবং তার শিশুকে সমাজের থেকে রক্ষা করছে, সেটাই দেখানো হয়েছে ।

আরও পড়ুন:Chandreyee Celebrates the Republic day : পিছিয়ে পড়া বাচ্চাদের সঙ্গে সাধারণতন্ত্র দিবস পালন চান্দ্রেয়ীর

পরিচালকের কথায়, "একজন সিঙ্গল মাদার কীভাবে নিজের কন্যাসন্তানকে একা রক্ষা করেন এবং তাঁকে এর জন্য কী পরিমাণ চ্যালেঞ্জের মুখে পড়তে হয় সেটাই দেখানো হয়েছে ছবিতে । এটা একটা বাস্তবধর্মী গল্প । এমন ঘটনার কথা আজও শোনা যায় ।"

বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন স্নেহা বিশ্বাস, খরাজ মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, ইন্দ্রাণী সাহা, সায়ন ঘোষ, পার্থসারথি চক্রবর্তী, সুখরঞ্জন বন্দ্যোপাধ্যায়, মানস দেব প্রমুখ । ছবিটি আসবে বড় পর্দায় ।

আরও পড়ুন:Solanki Roy : নিজের প্রথম ছবি নিয়ে আড্ডায় শোলাঙ্কি রায়

ABOUT THE AUTHOR

...view details