কলকাতা, 28 জানুয়ারি: পরিচালক শুভেন্দু দাস (Suvendu Das director) বানাচ্ছেন বাংলা ছবি 'সেভ দ্য মাদার্স' (Save the Mothers)।
সমাজ যতই এগিয়ে চলুক, আজও অনেক পরিবারে কন্যাসন্তান জন্ম নিলে শঙখ বাজে না, অন্নপ্রাশন হয় না । মাকে অনেক গঞ্জনা সহ্য করতে হয় । আজও সমাজের একজন একা মাকে (story of a single mother) নিয়ে লোকের প্রশ্ন থাকে নানাবিধ । এমনই এক গল্প নিয়ে হাজির হচ্ছেন পরিচালক শুভেন্দু দাস । ছবির নাম 'সেভ দ্য মাদার্স'।
গল্পের দিকে তাকালে দেখা যাবে, রাহুল এবং পূজা একে অপরকে ভালবাসে (New Bengali film)। কিন্তু এই সম্পর্ক মেনে নেয় না পূজার পরিবার । তাই রাহুলকে বিয়ে করতে বাড়ি থেকে পালিয়ে যায় পূজা । রাহুলের পরিবার পূজাকে মেনে নেয় । বিয়ের কয়েক মাস পরেই পূজা গর্ভবতী হয় । রাহুলের পরিবার বেআইনিভাবে লিঙ্গ নির্ধারণ পদ্ধতির মাধ্যমে জানতে পারে যে, পূজা একটি মেয়ে সন্তানের জন্ম দিতে চলেছে । রাহুলের পরিবার ছেলে সন্তান চায় বলে তাঁদের পরিবারে সমস্যা শুরু হয় । সন্তানকে বাঁচাতে স্বামীর বাড়ি থেকে পালায় পূজা । এখানে একজন সিঙ্গল মাদার কীভাবে নিজেকে এবং তার শিশুকে সমাজের থেকে রক্ষা করছে, সেটাই দেখানো হয়েছে ।