কলকাতা, 5 নভেম্বর :দুঁদে রাজনীতিক ছিলেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)৷ ছিলেন ক্রীড়াপ্রেমী ৷ তবে বাংলার মানুষ দেখেছে অভিনেতা সুব্রত মুখোপাধ্যায়কেও ৷ অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chatterjee) পরিচালিত এবং প্রযোজিত বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তাঁর বিপরীতে ছিলেন অভিনেত্রী মুনমুন সেন ৷ এই ধারাবাহিকে অভিনয়ের জন্য প্রয়াত নেতাকে রাজি করিয়েছিলেন অগ্নিদেব স্বয়ং ।
সালটা 1988 । কলকাতা দূরদর্শনে তখন সম্প্রচারিত হত মাদকবিরোধী বাংলা ধারাবাহিক 'চৌধুরী ফার্মাসিউটিক্যালস' (Choudhury Pharmaceuticals)। প্রযোজক এবং পরিচালকের ভূমিকায় ছিলেন অগ্নিদেব চট্টোপাধ্যায় । সেই ধারাবাহিকে সুব্রত মুখোপাধ্যায়, মুনমুন সেন ছাড়াও ছিলেন সুপ্রিয়া চৌধুরী, সুমিতা সান্যাল, মমতা শঙ্কর ও নয়না দাস । সব কাস্টিং রেডি ছিল ৷ শুধু বাকি ছিল সুব্রত মুখোপাধ্যায়ের রোলটি ।
সেই সময়ের স্মৃতি আওড়ে ইটিভি ভারতকে অগ্নিদেব চট্টোপাধ্যায় বললেন, "1988 সাল । তখন সুব্রতদা একজন দাপুটে রাজনৈতিক নেতা । তখন তো কলকাতা দূরদর্শন ছাড়া অন্য কোনও চ্যানেল ছিল না । আর যাঁরা সিনেমা করতেন, তাঁরা সহজে সিরিয়ালে কাজ করতেন না । তাই চৌধুরী ফার্মাসিউটিক্যালস-এ কে সুব্রতদার ওই চরিত্রটা করবেন, তা নিয়ে আমি বেশ চিন্তায় ছিলাম । মা বললেন, তুই এক কাজ কর, রাজনৈতিক কোনও নেতাকে নে এই চরিত্রে । মা আমাকে সুব্রতদার নাম সাজেস্ট করেন । আমি বললাম, কেন রাজি হবেন উনি ? বলে রাখি, সুব্রতদা, বউদি আমাদের পারিবারিক বন্ধু । দাদাকে সাবজেক্ট ম্যাটার শোনাতে গিয়েছিলাম । আমার মাও গিয়েছিলেন আমার সঙ্গে । সেই সময়ে এই জাতীয় গল্প নিয়ে কাজ হত না । দাদার গল্পটা ভাল লাগে ৷ কিন্তু জানান, কাজটা করতে হলে তাঁকে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির কাছ থেকে অনুমতি নিতে হবে । রাজীব গান্ধিকে তিনি সাবজেক্ট ম্যাটার শোনালে তিনি দাদাকে অনুমতি দেন । মুনমুন সেন জানিয়েছিলেন, সুব্রত কাজটা করলে আমিও করতে রাজি আছি । শুরু হয় কাজ ।"
আরও পড়ুন:Sudipa on Subrata Mukherjee: নাম একই, বাবার মৃত্যুর পর সুব্রতদা বলেছিলেন, আমি তো আছি : সুদীপা
অগ্নিদেব বলেন, "অনেক সমালোচনা, বিভিন্ন রকম ঝামেলা শুরু হয়েছিল ধারাবাহিকটাকে ঘিরে । কিন্তু দাদা পাত্তা দিতেন না । একবার যে কাজে তিনি রাজি হন, সেখান থেকে ফিরে আসেন না । কাজ শুরু হল । রাজনৈতিক মুখ হওয়ায় ক্যামেরার সামনে দাঁড়াতে উনি স্বচ্ছন্দ বোধ করতেন । অসুবিধা হত না। কেবল গলা নিয়ে সমস্যা একটা ছিল । কিন্তু সেটা বড় বিষয় হয়ে দাঁড়ায়নি কখনও । লোকে দেখত ধারাবাহিকটি । প্রতি বৃহস্পতিবার রাত 8.05 মিনিটে সম্প্রচারিত হত 'চৌধুরী ফার্মাসিউটিক্যালস'। ওই দিন রাস্তা ফাঁকা হয়ে যেত, আমি নিজে দেখেছি । সেই সময় তো আজকের মতো নাইট পার্টি ইত্যাদি হত না । রাস্তার মোড়ে আড্ডা হত । বিশ্বাস কর, সব মোড় ফাঁকা হতে যেত ওই সময় ।"