কলকাতা, 16 সেপ্টেম্বর: ছবির পোস্টারের উপর নির্ভর করে কোন ছবিটা আমরা দেখব আর কোনটা দেখব না । একইসঙ্গে ট্রেলারের দিকেও আমরা তাকিয়ে থাকি ছবির ঝাঁঝ কেমন তা দেখে নেওয়ার জন্য । মত টলিউডের ব্যস্ত পোস্টার ডিজাইনার একতা ভট্টাচার্যের (Ekta Bhattacharya)।
ছবি নির্মাণের একটা অন্যতম দিক হল পোস্টার ডিজাইন (Poster Designing)। বলতে দ্বিধা নেই, আমরা ছবির পোস্টার দেখে সিদ্ধান্ত নিই কোন ছবিটা দেখব আর কোনটা দেখব না। এমন একটা সময় ছিল যখন রাস্তা দিয়ে যেতে যেতে আমরা কোন হলে কোন ছবি এল, তা দেখতে দেখতে যেতাম । আবার এও দেখতাম পোস্টারে কাকে কেমন দেখতে লাগছে । সেই বুঝে দেখতাম ছবি ।
এখন সময় পাল্টেছে । রাস্তায় পোস্টার দেখার আগেই আমরা তা দেখে নিই সোশ্যাল মিডিয়ায় । ট্রেলারও দেখে ফেলি সেখানেই । তবু পোস্টার ঘিরে যে উন্মাদনা আমাদের ছিল, তা ম্লান হবে না কোনওদিন । সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে বদলেছে পোস্টারের ধরন ? এ ব্যাপারে আমরা কথা বলেছি টলিউডের প্রখ্যাত পোস্টার ডিজাইনার একতা ভট্টাচার্যের সঙ্গে । কেন পোস্টার ডিজাইনের পথে হাঁটলেন তিনি ? অনুপ্রেরণা কে ? পারতেন বড় পর্দায় ছবি বানাতে । কিন্তু কেন বানালেন না ? নাকি ভবিষ্যতে সেই ইচ্ছেও আছে ? এই সব প্রশ্ন নিয়ে হাজির হলাম তাঁর কাছে ।
আরও পড়ুন:Kangana Ranaut Sita: এর আগেও হয়েছেন সীতা, ছোট্টবেলার অভিনয়ের ছবি পোস্ট করে জানালেন কঙ্গনা
একতা বলেন, "আমি যখন ক্লাস এইট কি নাইনে পড়ি । তখন থেকেই আমার টেনিদা বানানোর ইচ্ছা । আমি টেনিদা হিসেবে চেয়েছিলাম কাঞ্চন মল্লিককে । টেনিদা কিন্তু ফাইনালি হচ্ছে । কিন্তু আমি করছি না ।" তাঁকে বলা হয়, করতেও তো পারো । কেননা এক বিষয় নিয়ে ছবি তো অনেকেই বানায় । যেমন মদন মিত্রর বায়োপিক রাজা চন্দ এবং রাজর্ষি দে দু'জনেই বানাচ্ছেন । একতার উত্তর, "দেখা যাক ।"
অভিনয় করতে ইচ্ছে করে না ? "অফার পেয়েছি । কিন্তু আমি পারব না । পারব না বলতে আমার আত্মবিশ্বাস নেই । আর যেটাতে কনফিডেন্স নেই সেটা আমি করতে চাই না ।"