পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গুরুদেবের ছবিতে ফুল দিয়ে যাত্রা শুরু করলেন শাশ্বত - Saswata Chatterjee new film

শুরু হল 'অচেনা উত্তম'-এর শুটিং । উত্তমকুমারের চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে । গুরুদেবের ছবিতে ফুল দিয়ে যাত্রা শুরু করলেন অভিনেতা ।

Saswata Chatterjee in ochena uttam
Saswata Chatterjee in ochena uttam

By

Published : Mar 5, 2021, 3:23 PM IST

কলকাতা : উত্তমকুমারের চরিত্রে অভিনয় করা মুখের কথা নয়, তাঁকে পুরোপুরি ফুটিয়ে তোলা বোধহয় কোনও অভিনেতার পক্ষেই সম্ভব নয় । তবে মনে নিষ্ঠা নিয়ে চেষ্টা করতে দোষ কী ! অতনু বসু পরিচালিত 'অচেনা উত্তম'-এর শুভ মহরতে গুরুদেব উত্তমের পায়ে ফুল দিয়ে যাত্রা শুরু করল পুরো টিম ।

উত্তমকুমারের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায় । মহানায়িকা সুচিত্রা সেন হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । উত্তমের স্ত্রী গৌরিদেবীর চরিত্রে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে দিতিপ্রিয়া রায় । আর লাস্ট বাট নট দ্য লিস্ট সুপ্রিয়াদেবীর চরিত্রে সায়ন্তনী রায়চৌধুরি ।

সুচিত্রা চরিত্রে কি ঋতুকে এমন লাগবে ?

অভিনেতা উত্তমকুমারের বাইরে আসল মানুষটা ঠিক কেমন ছিলেন ? লাইমলাইটের ঝলকানিতে তাঁর অরুণ কুমার চট্টোপাধ্যায় নামটা হারিয়ে গেলেও, ভিতরের ব্যক্তিত্বটা তো একই ছিলেন । 'অচেনা উত্তম' সেই ব্যক্তিত্বকে ধরার চেষ্টা করবে ।

উত্তমের জীবনে গুরুত্বপূর্ণ মানুষগুলো তাই ঘুরে ফিরে আসবেন চিত্রনাট্যে । কেরিয়ারের লড়াইয়ের থেকে বেশি করে তাঁর ভিতরের টানপোড়েনকে জায়গা দেওয়া হবে 'অচেনা উত্তম'-এ ।

একটু ভয় আর অনেকটা ভালোলাগা নিয়ে কাজটা শুরু করলেন শাশ্বত । সোশাল মিডিয়ায় মহরতের ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, 'একটা নতুন জার্নি শুরু হল...'

ABOUT THE AUTHOR

...view details