কলকাতা : উত্তমকুমারের চরিত্রে অভিনয় করা মুখের কথা নয়, তাঁকে পুরোপুরি ফুটিয়ে তোলা বোধহয় কোনও অভিনেতার পক্ষেই সম্ভব নয় । তবে মনে নিষ্ঠা নিয়ে চেষ্টা করতে দোষ কী ! অতনু বসু পরিচালিত 'অচেনা উত্তম'-এর শুভ মহরতে গুরুদেব উত্তমের পায়ে ফুল দিয়ে যাত্রা শুরু করল পুরো টিম ।
উত্তমকুমারের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায় । মহানায়িকা সুচিত্রা সেন হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । উত্তমের স্ত্রী গৌরিদেবীর চরিত্রে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে দিতিপ্রিয়া রায় । আর লাস্ট বাট নট দ্য লিস্ট সুপ্রিয়াদেবীর চরিত্রে সায়ন্তনী রায়চৌধুরি ।