কলকাতা : কোরোনা পরিস্থিতির মধ্যেই বিদেশে পাড়ি দিতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায় । যদিও একা যাচ্ছেন না তিনি । যদিও পরিবারের সঙ্গে ঘুরতে যাচ্ছেন না অভিনেতা । আসলে একটি ছবির জন্য বিদেশে পাড়ি দিচ্ছেন তিনি ।
আর এই সফরে শাশ্বতর সঙ্গী হিসেবে যাচ্ছেন চূর্ণী গাঙ্গুলি ও পায়েল সরকার । আর যাচ্ছেন ব্রাত্য বসু । এসকে মুভিজ়ের সঙ্গে এই প্রথম কাজ করছেন শাশ্বত । আর এসকে মুভিজ় মানে বিদেশে শুটিং থাকবেই । প্রযোজকই সব বন্দোবস্ত করে দিচ্ছেন । পরিচালনায় কমলেশ্বর মুখোপাধ্যায় । সেই 'মেঘে ধাকা তারা' থেকে শুরু করে 'গুডনাইট সিটি', কমলেশ্বরের অত্যন্ত পছন্দের অভিনেতা শাশ্বত । তাই তাঁর 'অনুসন্ধান' ছবিতেও কমলেশ্বর কাস্ট করেছেন শুভেন্দু পুত্রকে ।