মুম্বই, 5 মার্চ:নেটফ্লিক্সের নতুন ছবি 'কাঁঠাল'-এর জন্য় বেছে নেওয়া হয়েছে বলিসুন্দরী সানায়া মালহোত্রাকে ৷ শনিবার সানায়ার নতুন অবতারের ছবি প্রকাশ করে একথাই জানিয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ ৷ একই সঙ্গে এই ছবির হাত ধরে পরিচালনায় অভিষেক করতে চলেছেন যশবর্ধন মিশ্রও ৷ বর্ষীয়ান লেখক আশিস মিশ্রর সঙ্গে ছবির কাহিনি রচনাতেও সঙ্গী হয়েছেন এই নবাগত পরিচালক ৷
ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে চলেছেন সানায়া (Sanya Malhotra To Play Cop in Kathal) ৷ ছোট্ট একটি শহরের কাহিনি উঠে আসতে চলেছে এই নতুন ছবিতে ৷ একজন রাজনীতিবিদ যাঁর একটি পুরস্কারের কাঁঠাল হারিয়ে গিয়েছে, তাঁকে ঘিরেই আবর্তিত হয় কাহিনি ৷ আর এই ঘটনার হাত ধরেই কাহিনিতে প্রবেশ করেন তরুণী পুলিশ অফিসার মহিমা মালহোত্রা ৷ তিনি এই উদ্ভট কেসটি হাতে তুলে নেন নিজেকে প্রমাণ করতে ৷ ছবিটি নেটফ্লিক্স, প্রযোজক গুনীত মঙ্গার শিখা এন্টারটেইনমেন্ট এবং বালাজি টেলিফিল্ম লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মুক্তি পেতে চলেছে ।