পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ডিজিটালে ডেবিউ করতে চলেছেন সানিয়া মির্জ়া - সানিয়া মির্জ়া

চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল 'এমটিভি নিষেধ'। যে যাঁর নিজের বাড়িতে বসেই এই শো শুট করেন তারকারা । সামাজিক ট্যাবুগুলোকে নিয়েই আলোচনা করা হয় এই শো-তে । এবার টিউবারকুলোসিস অর্থাৎ টিবি সম্পর্কে মানুষকে সচেতন করবেন সানিয়া ।

dfg
dfgdfg

By

Published : Nov 12, 2020, 4:05 PM IST

মুম্বই : এবার ডিজিটালে ডেবিউ করতে চলেছেন টেনিস তারকা সানিয়া মির্জ়া । 'এমটিভি নিষেধ' নামে একটি ফিকশন সিরিজ়ে দেখা যাবে তাঁকে । এই শো-এর মাধ্যমে টিউবারকুলোসিস সম্পর্কে মানুষকে সচেতন করবেন তিনি । এই ফিকশন শো-তে সানিয়াকে তাঁর নিজের চরিত্রেই দেখা যাবে ।

চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল 'এমটিভি নিষেধ'। যে যাঁর নিজের বাড়িতে বসেই এই শো শুট করেন তারকারা । সামাজিক ট্যাবুগুলোকে নিয়েই আলোচনা করা হয় এই শো-তে । এবার টিউবারকুলোসিস অর্থাৎ টিবি সম্পর্কে মানুষকে সচেতন করবেন সানিয়া ।

এই শো-এর বিষয়বস্তু সম্পর্কে টেনিস তারকা বলেন, "টিবিকে এখনও আমাদের দেশে একটা মারণ রোগ হিসেবে ধরে নেওয়া হয় । যাঁদের বয়স 30-এর নিচে তাঁরাই এই রোগে সবথেকে বেশি আক্রান্ত হন । তবে সঠিক ওষুধ ও চিকিৎসার ফলে এই রোগ অনায়াসেই নিরাময় করা সম্ভব । মূলত কোরোনা পরিস্থিতির মধ্যে এই নিয়ে অনেক বেশি সচেতন হওয়া দরকার । এই রোগ সম্পর্কে আমাদের যে ধারণা রয়েছে তা অবিলম্বে বদলানো প্রয়োজন ।"

তিনি আরও বলেন, "যে সব সমস্যাগুলি নিয়ে এখনও আমাদের দেশ জর্জরিত সেগুলি নিয়ে আজকের যুব সমাজ অনেক বেশি সচেতন, সংবেদনশীল ও সতর্ক । টিবি আমাদের কাছে এখনও একটা বড় সমস্যা । আর কোরোনা পরিস্থিতির মধ্যে এর সঙ্গে লড়াইটা আরও কঠিন হয়ে পড়েছে । আশাকরি আমাদের এই লড়াই সবার মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করবে ।"

এক তরুণ দম্পতি ভিকি ও মেঘার সমস্যা তুলে ধরা হবে এই সিরিজ়ে । আর এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সইদ রাজ়া আহমেদ ও প্রিয়া চৌহানকে । তাদের সেই সমস্যা নিয়ে আলোচনা করতে দেখা যাবে সানিয়াকে । এছাড়াও রয়েছেন অক্ষয় নালওয়াদে ও অশ্বিন মুশরন ।

নভেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পাবে পাঁচ এপিসোডের এই সিরিজ় ।

ABOUT THE AUTHOR

...view details