পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সানিয়ার কাহিনী উঠে আসবে সানিয়া মির্জার বায়োপিকে - biopic

বেশ কিছু বছর ধরে বলিউডে বায়োপিকের ছড়াছড়ি। বিখ্য়াত ব্য়ক্তিত্বদের জীবনের অনুপ্রেরণায় তৈরি হয় এইসব বায়োপিক। এই বায়োপিকের তালিকায় আরও একটি নাম যোগ হয়েছে। জানা গেছে, সানিয়া মির্জার বায়োপিক তৈরি হচ্ছে। ছবিটি প্রযোজনা করবেন রনি স্ক্রুওয়ালা।

sania mirza

By

Published : Feb 12, 2019, 11:11 AM IST

ছবির বিষয়বস্তু ঠিক হলেও মুখ্য় ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, দীপিকা বা পরিণীতি চোপড়াকে নেওয়ার কথাও ভাবা হচ্ছে। আরও এক ব্য়াটমিন্টন তারকা সাইনা নেহওয়ালকে নিয়েও তৈরি হচ্ছে বায়োপিক। সাইনার ভূমিকায় দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।

আরও এক অভিনেত্রীর নামও সামনে আসছে। তিনি হলেন আথিয়া শেট্টি। সানিয়ার সঙ্গে বেশ ভালো সম্পর্ক এই অভিনেত্রীর। তাই, আথিয়ার সানিয়া হওয়ার সম্ভাবনাও একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details