কলকাতা, 28 অক্টোবর: সম্পূর্ণ অন্য এক পেশা থেকে অভিনয়ে আসা । এরপর বড় পর্দা এবং ছোট পর্দা দুই প্ল্যাটফর্মেই কাজ করেছেন চুটিয়ে । কখনও কমেডি কখনও বা নেগেটিভ ক্যারেক্টার, সবেতেই ছাপ ফেলেছেন নিজের অভিনয় দক্ষতায় । এ বার একেবারে অন্য ধাঁচের এক চরিত্রে দেখা যাবে সঙ্ঘশ্রী সিনহা মিত্রকে ।
সানি রায়ের পরিচালনায় আসছে নতুন বাংলা থ্রিলার 'বিষাক্ত মানুষ' (Bishakto Manush)। সেখানে এক যৌন নির্যাতনকারীর ভূমিকায় দেখা যাবে সঙ্ঘশ্রী সিনহা মিত্রকে । যে কি না দিনের পর দিন যৌন নির্যাতন চালায় নিজের পিসতুতো ভাইয়ের উপর । এমন এক চরিত্র ফিল্মি দুনিয়ায় বিরল । নেই বললেই চলে । বলা ভাল, চূড়ান্ত এক সাহসী চরিত্র । এমন এক চরিত্রে নিজেকে দেখার সুযোগ পেয়ে সঙ্ঘশ্রীর প্রতিক্রিয়া কী তা জানতে চাইলে অভিনেত্রী বলেন, "সানি আমার বন্ধু । প্রথমে আমায় চরিত্রটার ব্যাপারে বললে আমি রাজি হইনি । বাড়িতে ফিরে আমার হাসব্যান্ড রোহনকে চরিত্রটার ব্যাপারে বলি । ও আমাকে সাহস দেয় । বলে, এটা তো সঙ্ঘশ্রী নয় । এটা একটা চরিত্র । না করার কী আছে ? তখন আমি রাজি হই ।"
আরও পড়ুন:Alia Ranbir Marriage: ডিসেম্বরেই বিয়ে আলিয়া-রণবীরের ? বিরুষ্কার পথে ডেস্টিনেশন ইতালি ?
সঙ্ঘশ্রী আরও বলেন, "প্রথমে ঠিক হয়েছিল 13-14 বছরের একটি বাচ্চাকে দেখানো হবে আমার পিসতুতো ভাই হিসেবে । ফাইনালি সেটা আর হয়নি । বিষয়টা এমন যে, সৌরভ মানে আমার পিসতুতো ভাই আমাকে স্বপ্নে দেখে একটা সময় আমি ওকে কীভাবে সেক্সচ্যুয়াল অ্যাবিউজ করতাম । আমাকে একা একাই এক্সপ্রেশন কাজে লাগিয়ে সিনগুলো করতে হয়েছে । প্রথম সিনের শটটা দেওয়ার পর থরথর করে কাঁপছিলাম । সানি আমাকে জড়িয়ে ধরে বলে, একদম ঠিক আছে । খুব ভাল হয়েছে । টেক দেওয়ার আগে আর টেক দেওয়ার সময়টুকু বেশ চাপের ছিল । আমরা মেয়েরা যারা খোলামেলা পোশাকে অভ্যস্ত নই, তারা সামান্য শাড়ির আঁচল একটু সরে গেলেই লজ্জা পাই, ইতস্তত বোধ করি । সেখানে আমাকে নিজেকে বুক থেকে আঁচল সরিয়ে অভিনয় করতে হচ্ছে, ব্যাপারটা কতটা কঠিন হতে পারে তা যারা অভিনয় করেন না তাঁদের ছাড়া বোঝানো সম্ভব না ।"
আরও পড়ুন:Vicky-Katrina Marriage: ডিসেম্বরেই বিয়ে ভিকি-ক্যাটরিনার, সাজবেন সব্যসাচীর পোশাকে !
নিজেকে নানাবিধ চরিত্রে ভাঙতে গড়তে ভালোবাসেন সঙ্ঘশ্রী । 'বিষাক্ত মানুষ'-এ এই চরিত্র তাঁর টলি কেরিয়ারে অতিরিক্ত মাত্রা যোগ করবে বলাই বাহুল্য ৷
আরও পড়ুন:Sooryavanshi: রোহিতের কোলে ঘুমোচ্ছেন অক্ষয়, মজার ভিডিয়ো পোস্ট ক্যাটরিনার