পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'পথের পাঁচালী'-র দৃশ্যকে রঙিন করায় খুশি নন সন্দীপ রায় - colour pather panchali

সন্দীপ বলেন, "শুধু এটুকুই বলব, ক্লাসিক্স নিয়ে একেবারেই ট্যাম্পারিং করা উচিত নয় । পরিচালকের ভিশন বলে একটা বিষয় রয়েছে । সেটা গোলমাল হয়ে যায় । এটাকে আমি একেবারেই সমর্থন করি না । বিষয়টাকে অযথা গুরুত্ব দেওয়ার প্রয়োজনও মনে করি না ।"

ে্ি
ে্ি

By

Published : Jun 3, 2020, 8:09 PM IST

কলকাতা : অ্যামেরিকার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় সত্যজিৎ রায়ের আইকনিক ক্লাসিক 'পথের পাঁচালী'-র কয়েকটি দৃশ্যকে কালার করা হয়েছে । এই বিষয়টি নিয়ে খুশি নন সত্যজিৎ পুত্র সন্দীপ রায় । ETV ভারত সিতারা থেকে যোগাযোগ করা হলে, তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, "ক্লাসিক নিয়ে ট্যাম্পারিং করা উচিত নয় ।"

সন্দীপ বলেন, "শুধু এটুকুই বলব, ক্লাসিক্স নিয়ে একেবারেই ট্যাম্পারিং করা উচিত নয় । পরিচালকের ভিশন বলে একটা বিষয় রয়েছে । সেটা গোলমাল হয়ে যায় । এটাকে আমি একেবারেই সমর্থন করি না । বিষয়টাকে অযথা গুরুত্ব দেওয়ার প্রয়োজনও মনে করি না ।"

তিনি আরও বলেন, "এটা বেরোনোর পর থেকে অনেকেই বিরুদ্ধে গেছেন । দেখুন গবেষণা হতেই পারে । কিন্তু পুরো ছবিকে যদি কালার করা হয়, খুবই বিপদ হবে । আমাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি । বাবাকে ট্রিবিউট দেওয়ার জন্যই করেছেন । আমি বারবারই একটা কথা বলব, যে ছবি একবার সাদা-কালোয় তৈরি হয়ে যায় এবং যে ছবি ক্লাসিক হিসেবে চিহ্নিত হয়, সেটাকে নিয়ে আর নাড়াচাড়া করা উচিত না ।"

'মুগলে আজম' ছবিটিও আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল । সেটাকে কালার করা হয় । সন্দীপ বলেন, "এই ছবির গানগুলো কালারে ছিল । পরে গোটা ছবিটাই কালার করা হয় । সেটা যে খুব একটা ভালো হয়েছে বলব না । অ্যামেরিকারও অনেক ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার হয়েছে । সেগুলোও কিন্তু খুব একটা ভালো হয়নি । ক্লাসিক ছবিকে কোনওভাবেই টাচ করা উচিত না । "

ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয় এই গবেষণাটি করেছেন এক বাঙালি, যাঁর নাম অনিকেত বেড়া । তিনি সত্যজিৎ রায়ের অত্যন্ত ভক্ত । স্ক্রল তৈরি হওয়ার পর সেটি ইউটিউবে ছড়িয়ে পড়েছে ভীষণভাবে ।

ABOUT THE AUTHOR

...view details