পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিবেক ওবেরয়ের ভগ্নিপতির রিসর্টে তল্লাশি CCB-র - CCB

আদিত্যর মালিকানাধীন রিসর্টে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ । যেই রিসর্টে প্রতি সপ্তাহে পার্টির আয়োজন করা হত । কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই সেই পার্টিতে অংশ নিত বলে জানা গিয়েছে ।

xc
xcz

By

Published : Sep 15, 2020, 5:53 PM IST

বেঙ্গালুরু : স্যান্ডেলউড মাদক মামলায় তাদের তদন্তের গতি আরও বাড়াল সেন্ট্রাল ক্রাইম বিওরো (CCB)। মঙ্গলবার তারা তল্লাশি চালাল বিবেক ওবেরয়ের ভগ্নিপতি আদিত্য আলবার বাড়িতে ।

কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদীর বাড়িতে পুলিশ তল্লাশি চালানোর পর থেকেই আদিত্য আলবার খোঁজ পাওয়া যাচ্ছিল না । সোমবারই রাগিনীর 14 দিনের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

এরপরই আদিত্যর মালিকানাধীন রিসর্টে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ । যেই রিসর্টে প্রতি সপ্তাহে পার্টির আয়োজন করা হত । কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই সেই পার্টিতে অংশ নিত বলে জানা গিয়েছে ।

আদিত্য এই মামলায় পঞ্চম অভিযুক্ত বলে CCB সূত্রে খবর । তাঁর পরিবার খুবই প্রভাবশালী । বাবা প্রয়াত জিভরাজ আলভা রাজ্যের প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং তৎকালীন মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ হেগড়ের ডান হাত বলে পরিচিত ছিলেন ।

আদিত্যর মা নন্দিনী আলভাও রাজ্যের একজন পরিচিত মুখ ছিলেন । তিনি পরিচিত নৃত্যশিল্পী ও একজন আয়োজক হিসেবে । বেঙ্গালুরু হাব্বার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ।

এর পাশাপাশি আদিত্য বলিউড স্টার বিবেক ওবেরয়ের ভগ্নিপতি । আর এবার তাঁর রিসর্টেই তল্লাশি চালাল পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details