মুম্বই, 2 নভেম্বর: 2 লাখ টাকার জুতো, 20 লাখ টাকার ঘড়ি, 50,000 টাকার বেশি দামি শার্ট ও 30,000 টাকার বেশি দামি টি-শার্ট পরেন আরিয়ান খানের (Aryan Khan) মামলার তদন্তের দায়িত্বে থাকা নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর শীর্ষ আধিকারিক সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) ৷ এনসিপি নেতা (NCP leader) নবাব মালিকের (Nawab Malik) এই অভিযোগ উড়িয়ে দিলেন এনসিবি কর্তা ৷ তাঁর দাবি, এসব গুজব ৷ তাঁর আইনজীবী বোন ও জেলবন্দি এক মাদক পাচারকারীর মধ্যে হোয়াটসঅ্যাপে চ্যাট করার যে অভিযোগ নবাব মালিক তুলেছেন, তারও কড়া ভাষায় জবাব দিয়েছেন সমীর ওয়াংখেড়ে ৷
তিনি আজ দাবি করেছেন, তাঁর বোন ইয়াসমিন ওয়াংখেড়েকে তাঁর হয়ে মামলা লড়ার জন্য অনুরোধ করেছিল একজন মাদক পাচারকারী ৷ তবে ইয়াসমিন তাকে বলে দেন যে, তিনি এনডিপিএস মামলা লড়েন না ৷ ওয়াংখেড়ের কথায়, "মাদক পাচারকারী সলমন আমার বোনের সঙ্গে কথা বলেছিল...কিন্তু ও এনডিপিএস মামলা লড়ে না, তাই সলমনকে ও ফিরিয়ে দেয় ৷ মধ্যস্থতাকারীর মাধ্যমে আমাদের ফাঁদে ফেলতে চেয়েছিল সলমন ৷ তাকে গ্রেফতার করা হয়েছে এবং সে এখন জেলবন্দি ৷ তার হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে মিথ্যে অভিযোগ আনা হয়েছে ৷"
মঙ্গলবার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে তাঁর বোন ও একটি অজ্ঞাত পরিচয় ফোন নম্বরের মধ্যে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করেন এনসিপি নেতা নবাব মালিক ৷ তিনি সাংবাদিকদের বলেন, "আপনাদের সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট শেয়ার করছি ৷ এই চ্যাটগুলিতে 'লেডি ডন' ইয়াসমিন ওয়াংখেড়েকে মাদক মামলায় ধৃত এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে ৷ তিনি তাঁর ভিজিটিং কার্ড ও ঠিকানাও শেয়ার করেছেন ৷ মাদক পাচারে অভিযুক্তের সঙ্গে কেন যোগাযোগ করেছিলেন এনসিবি অফিসারের বোন ?"
আরও পড়ুন:Sameer Wankhede: সমীর ওয়াংখেড়ের নিকাহ নামার ছবি প্রকাশ করে প্রতারণার অভিযোগে সরব মালিক