পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Jaalbandi: বড় পর্দায় আসছে সমরেশ মজুমদারের জালবন্দী, জুটি প্রিন্স-দর্শনা - দর্শনা বণিকের ছবি

সমরেশ মজুমদারের (Samaresh Majumdar) উপন্যাস জালবন্দী (Jaalbandi) অবলম্বনে বড় পর্দায় তৈরি হচ্ছে ফিল্ম ৷ তার নামও জালবন্দী ৷ সেই ছবিতে জুটি বাঁধছেন প্রিন্স প্রাচুর্য ও দর্শনা বণিক (Darshana Banik) ৷

samaresh majumdar's jaalbandi to star prince and darshana banik
জালবন্দির কাজ শুরুর পথে

By

Published : Sep 21, 2021, 6:39 PM IST

Updated : Sep 21, 2021, 7:47 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর:সিনেমা হল খুলে গিয়েছে । এই পুজোতেই রিলিজ করছে বেশ অনেকগুলি ছবি । আবার তৈরিও হচ্ছে বেশ অনেকগুলো । তারই মধ্যে হতে চলেছে একটি রুদ্ধশ্বাস, ভিন্ন স্বাদের রহস্য, রোমাঞ্চ ও সম্পর্কের নানা পাটিগণিতে ভরপুর সমরেশ মজুমদারের রহস্য উপন্যাস 'জালবন্দি' অবলম্বনে পীযুষ সাহার নতুন ছায়াছবি ‘জালবন্দী‘ (Jaalbandi)।

কর্পোরেট যুগের ব্যস্ততায় ওষ্ঠাগত এক মধ্যবিত্ত পরিবারের যুবকের কাহিনি বলে এই উপন্যাস । আর তাকে সম্বল করেই এই ছায়াছবি । সাধারণের মোড়কে এক অসাধারণ জীবন যুদ্ধের কাহিনি নির্ভর ছবি 'জালবন্দি'।

ছবিতে বিভিন্ন চরিত্রে রয়েছেন প্রিন্স প্রাচুর্য, পায়েল সরকার, জুন মালিয়া, দর্শনা বণিক (Darshana Banik), খরাজ মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, পুষ্পিতা মুখোপাধ্যায়, রণজয় ও পম্পা সাহা । ডিওপি গোপী ভগত, মিউজিক করেছেন অমিত-ঈশান । ছবির প্রযোজনায় 'প্রিন্স এন্টারটেনমেন্ট পি ফোর'।

আরও পড়ুন:Debjani Sujoy Exhibition : পুজোর আগে দেবযানী-সুজয়ের পরব-এ চাঁদের হাট

পরিচালক পীযুষ সাহার হাত ধরে এর আগে এসেছে 'কেল্লাফতে', 'বাজিমাত', 'বেপরোয়া', 'তুলকালাম', 'রাজু আঙ্কল', 'নীল আকাশের চাঁদনি'। এই ছবির মাধ্যমেই নিজের ছেলে অর্থাৎ প্রিন্স প্রাচুর্যকে বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক ।

আরও পড়ুন:Kangana Ranaut: আদালতে আস্থা নেই, হাজিরা দিয়ে মামলা সরানোর আর্জি কঙ্গনার

প্রিন্স জানালেন, "বাবার ডিরেকশনে কাজ তো বড় পাওনা । অনেক তাবড় তাবড় অভিনেতাই ইন্ডাস্ট্রিতে তাঁদের বাবার হাত ধরে এসেছেন । আমার বাবার হাত ধরেই অনেকে এসেছেন টলিউডে । বাবা বাড়িতে যতটা বাবা, ফ্লোরে ততটাই ডিরেক্টর । একটু ভুল হলেই বকে । বাবা বলে ফ্লোরে কোনও ছাড় নেই ।"

আরও পড়ুন:Golondaaj Trailer: পুজোয় খেলবে গোলন্দাজ, ট্রেলারে নজরকাড়া দেব

অন্য কোনও হাউজ থেকে ডাক পেলে কাজ করবেন ? এই প্রশ্নের জবাবে প্রিন্স বললেন, "নিশ্চয়ই কাজ করব । বাবা আমাকে লঞ্চ করছে শুধু নিজেদের হাউজের জন্য নয়, ইন্ডাস্ট্রির জন্য । দর্শকের যদি আমার কাজ ভাল লাগে, তাঁরা যদি আমায় আশীর্বাদ করেন, তাহলে নিশ্চয়ই আমি বাবার পথ অনুসরণ করব । অন্য হাউজের সঙ্গেও কাজ করব ।"

আরও পড়ুন:Jaya Ahsan: নকশাল আন্দোলন নিয়ে ছবি, নওয়াজকে সঙ্গী করে এবার বলিউডে পা জয়ার

ছবির কাজ শুরু হবে শিগগিরই । কবে নাগাদ মুক্তি পাবে তা এখনও জানা যায়নি ।

Last Updated : Sep 21, 2021, 7:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details