হায়দরাবাদ, 22 মার্চ : 'পুষ্পা' ছবিতে 'ও আন্তাভা' গানে তাঁর অসাধারণ পারফরম্যান্স সামনে আসার পর থেকেই সামান্থা রুথ প্রভুকে আবার বড় চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷ এবার তাঁর নতুন ছবি নিয়ে শুরু হয়ে গেল জল্পনা ৷ খবর অনুযায়ী নিজের নতুন ছবির জন্য় বিজয় দেভারকোন্ডার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী ৷ আপাতত নিজের আসন্ন ছবি 'যশোদা'-র শ্য়ুটিংয়ের কাজে ব্য়স্ত রয়েছেন সামান্থা (Samantha Ruth Prabhu Upcoming Films) ৷
তারপর এপ্রিলের দিকে বিজয়ের সঙ্গে কাজ শুরু করবেন তিনি ৷ জানা গিয়েছে এই নতুন ছবির পরিচালনা করতে চলেছেন শিব নির্বান ৷ শিবের ঝুলিতে রয়েছে 'মাজিলি', 'নিন্নু কোরি' এবং 'টাক জগদীশ'-এর জনপ্রিয় ছবি ৷ সামান্থার নতুন ছবির গল্পের শ্যুটিং হতে চলেছে কাশ্মীরে ৷ কাশ্মীরের পটভূমিকাতেই এই রোমান্টিক গল্পটি গড়ে তোলা হয়েছে ৷ জল্পনা সত্য়ি হলে এই প্রথমবার অনস্ক্রিন জুটি বাঁধবেন বিজয় এবং সামান্থা ৷