মুম্বই, 5 মার্চ: বলিউডের ভাইজানের অভিনয় যেমন মুগ্ধ করে সিনেপ্রেমীদের, তেমনই তাঁর আরেকটি গুনের কথাও অনেকেই জানেন ৷ ছবি আঁকার প্রতিও ভীষণ আগ্রহ রয়েছে এই সুপারস্টারের ৷ যদিও নিজের আঁকা ছবি কমই সামনে এনেছেন সলমন খান ৷ এবার এই প্রথম তাঁর শিল্পকলার নিয়ে একটি একক প্রদর্শনী শুরু হতে চলেছে ব্যাঙ্গালুরুর জি গ্য়ালারিতে ৷ 11 মার্চ থেকে 20 মার্চ অবধি চলবে এই প্রদর্শনী ৷ তাঁর এই একক শো-টির নাম দেওয়া হয়েছে 'মাতৃত্ব-মাদার টেরেসার প্রতি একটি শৈল্পিক শ্রদ্ধার্ঘ্য' ৷ মোট তিনটি ছবি যার মধ্য়ে দুটি বড় ছবি সদ্য় সদ্য এঁকেছেন ভাইজান তা স্থান পেতে চলেছে জি গ্যালারিতে (Salman Khan is showcasing his art ) ৷
শুক্রবার থেকেই অবশ্য় অনলাইনে গুগল আর্টস অ্য়ান্ড কালচারে দর্শকরা দেখতে পাবেন তাঁর আঁকা দুটি ছবি ৷ এর মধ্য়ে একটির নাম 'বেগিং ফর পিস' এবং অন্য়টির নাম 'স্টিল ইন হোপ অফ কমপ্য়াশন' ৷
নিজের এই দুটি ছবির নামকরণের ব্যাখ্য়াও দিয়েছেন সলমন ৷ তাঁর মতে,
স্টিল ইন হোপ অফ কমপ্য়াশন: "যুদ্ধ আছে। ক্ষয়ক্ষতি আছে। মোকাবিলা করার জন্য মহামারী আছে । তবে আশাও আছে এবং মাদার টেরেসা আমাদের বলেন যে প্রতিকূলতা যাই হোক না কেন, আশা সর্বদাই জয়ী হবে ।"
বেগিং ফর পিস: "যুদ্ধ নেই মানেই শান্তি আছে তা নয় । শান্তি হল দুই হাতের মানবিক বন্ধন । আমাদের মানবতার স্বীকৃতি এবং আমাদের জীবনের উদ্দেশ্য ।"
আরও পড়ুন: 'টাইগার 3' নিয়ে কবে পর্দায় আসছেন সলমন-ক্যাটরিনা ?
সলমন বলেন, "আমি আমার ছবি নিয়ে থাকতেই পছন্দ করি। আমি যে গল্প বলি, আমি যে গানগুলো গাই, যে সংলাপগুলো বলে থাকি তা নিয়ে । তবে মাঝে মাঝে, আমি রঙ এবং ফাঁকা ক্যানভাস নিয়েও বসে পড়ি।" এর আগেও 2021 সালের ফেব্রুয়ারি মাসে তাঁর একটি ছবি সকলের সামনে এনেছিল গুগল আর্টস অ্য়ান্ড কালচার ৷ তবে একক প্রদর্শনী এই প্রথম ৷ এই একক প্রদর্শনীর পিছনে রয়েছে সন্দীপ এবং গীতাঞ্জলি মাইনি ফাউন্ডেশন, এজিপি ওয়ার্ল্ড, বিয়িং হিউম্যান- দ্য সলমন খান ফাউন্ডেশন, গ্যালারি জি এবং আর্টিয়ার গ্যালারি-এর যৌথ সহযোগিতা ৷