পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Runway 34 Teaser: অজয়-অমিতাভ জুটির নতুন ছবি 'রানওয়ে 34'-এর টিজার রিলিজ করলেন ভাইজান - Salman Khan Releases Runway 34 teaser

সলমন খানের হাত ধরে মুক্তি পেল অজয়-অমিতাভ জুটির নতুন ছবি 'রানওয়ে 34'-এর টিজার (Salman Khan Releases Runway 34 teaser) ৷

Runway 34 Teaser
অজয় অমিতাভ জুটির নতুন ছবি 'রানওয়ে 34'-এর টিজার রিলিজ করলেন ভাইজান

By

Published : Mar 15, 2022, 2:36 PM IST

মুম্বই, 15 মার্চ : নিজের নতুন ছবি 'রানওয়ে 34'-এ বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা পরিচালক অজয় দেবগন ৷ কয়েকদিন আগেই ছবির পোস্টার শেয়ার করেছিলেন এই বলিতারকা ৷ মঙ্গলবার সামনে এল ছবির টিজার ৷ এবার এই টিজার রিলিজ করলেন বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan Releases Runway 34 teaser)৷

47 সেকেন্ডের এই ভিডিয়োটিতে দেখা যায় 35000 ফুট উচ্চতায় ঝড়-বৃষ্টির মুখে পড়েছে একটি ভারতীয় বিমান ৷ এই প্লেনের চালক হিসাবে ককপিটে রয়েছেন অজয় এবং রকুলপ্রীত ৷ অর্থাৎ যাত্রীদের সুরক্ষার দায়ভার একেবারেই তাঁদের হাতে ৷ এরপর কী হল তা জানতে অবশ্য় অপেক্ষা করতে হবে ছবি মুক্তির জন্য় ৷

আরও পড়ুন : একসঙ্গে অজয়-অমিতাভ, সামনে এল রানওয়ে 34 ছবির মোশন পোস্টার

সত্যি ঘটনা দ্বারা অনুপ্রাণিত এই ছবির টিজার শেয়ার করে এদিন সলমন লেখেন, "আমার কাছে এখন কোনও নতুন ছবি তৈরি নেই ৷ তাই আমি অজয়কে অনুরোধ করেছিলাম সে যদি কিছু নিয়ে আসতে পারে আপনাদের ইদের উপহার দেওয়ার জন্য ৷ আসুন এই ইদে আমরা সবাই সেলিব্রেট করব, আর দেখব রানওয়ে 34 ৷ " 'রানওয়ে 34'পরিচালনা করছেন অজয় নিজেই ৷ ছবিতে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ইউটিউবার ক্য়ারি মিনাতিকেও ৷ অজয় আগেই জানিয়েছেন, তাঁর এই নতুন ছবি মুক্তি পেতে চলেছে 29 এপ্রিল ৷

ABOUT THE AUTHOR

...view details