পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Salman Khan in Chiranjeevi film Godfather: চিরঞ্জীবীর তেলুগু ফিল্ম গডফাদারে 'ভাইজান' - চিরঞ্জীবীর ফিল্মে সলমন

তেলুগু ফিল্ম গডফাদারে (Salman Khan joins Godfather cast) দেখা যাবে সলমন খানকে (Salman Khan in Chiranjeevi film Godfather)৷ জানালেন দক্ষিণি স্টার চিরঞ্জীবী (salman khan shoots for chiranjeevi film)৷

salman-khan-joins-godfather-cast-says chiranjeevi
চিরঞ্জীবীর তেলুগু ফিল্ম গডফাদারে ভাইজান

By

Published : Mar 16, 2022, 2:04 PM IST

মুম্বই, 16 মার্চ: তেলুগু অ্যাকশন ফিল্ম গডফাদারে দক্ষিণি সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে থাকছেন বলিউডের সুপারস্টার সলমন খান (salman khan shoots for chiranjeevi film)৷ শুটিংও শুরু করে দিয়েছেন তিনি ৷ গডফাদার অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারণের মালায়লম ডিরেক্টোরিয়াল লুসিফারের রিমেক (Salman Khan in Chiranjeevi film Godfather)৷ সেই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন মোহনলাল ৷

গডফাদারে (godfather updates) সলমন খানকে গুরুত্বপূর্ণ একটি ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে ৷ এই ছবি দিয়েই তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে চলেছে ভাইজানের ৷ তাঁর শুটিং শুরুর খবর নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন চিরঞ্জীবী ৷ তিনি লিখেছেন, "গডফাদারে স্বাগত ভাই সলমন খান (Salman Khan joins Godfather cast)৷ তোমার অন্তর্ভুক্তি সবাইকে আরও চনমনে করে তুলেছে ৷ উত্তেজনা আরও একধাপ বেড়ে গিয়েছে ৷ তোমার সঙ্গে স্ক্রিন শেয়ার করাটা দারুণ আনন্দের ৷ তোমার উপস্থিতি নিঃসন্দেহে দর্শকদের ম্যাজিক্যাল কিক উপহার দেবে ৷"

আরও পড়ুন:Salman Sings 'Lag ja gale': লগ যা গলে ! গান গেয়ে লতাকে নিয়ে আবেগী সলমন

গডফাদারে সলমন ও চিরঞ্জীবী ছাড়াও আছেন নয়নতারা ও সত্যদেব কাঞ্চারাণা ৷ নির্মাতাদের দাবি, টানটান পলিটিক্যাল ড্রামা হতে চলেছে গডফাদার ৷ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন থামান এস ৷ মোহন রাজা পরিচালিত এই ছবির শুটিং প্রায় শেষ পর্যায়ে ৷

সলমন খানকে শেষ বার পর্দায় দেখা গিয়েছে অন্তিম: দ্য ফাইনাল ট্রুথে ৷ পরবর্তীতে বলিউডে ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার থ্রি-তে অভিনয় করছেন তিনি ৷ এ ছাড়াও তাঁর হাতে রয়েছে কিক 2 ও কভি ঈদ কভি দিওয়ালির কাজ ৷ 2015 সালের ব্লকবাস্টার বজরঙ্গি ভাইজানেরও সিক্যুয়েল আনছেন বলে ঘোষণা করেছেন তিনি ৷ কাজেই আপাতত ব্যস্ততা চরমে দাবাং স্টারের ৷

আরও পড়ুন:Salman Khan: সামনে বাঁদর, কোলে ভাগ্নি আয়াত ! সলমনের ভিডিয়োয় আপ্লুত নেটপাড়া

ABOUT THE AUTHOR

...view details