পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Salman Khan files defamation suit against neighbour: প্রতিবেশীর বিরুদ্ধে মানহানির মামলা সলমনের, কেন ? - Salman Khan files defamation suit against neighbour

প্রবাসী প্রতিবেশী কেতন কক্কড়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন সলমন খান (salman khan files defamation case against neighbour)৷ গুগুল, ইউটিউব-সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধেও অভিযোগ এনেছেন তিনি (salman khan panvel neighbour controversy)৷

salman-khan-files-defamation-suit-against-panvel-Farmhouse neighbour
প্রতিবেশীর বিরুদ্ধে মানহানির মামলা সলমনের, কেন ?

By

Published : Jan 16, 2022, 2:46 PM IST

রায়গড়, (মহারাষ্ট্র), 16 জানুয়ারি:আমেরিকা থেকে আগত এক অবসরপ্রাপ্ত প্রবাসীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন বলিউডের মেগাস্টার সলমন খান (salman khan files defamation case against neighbour) ৷ তাঁর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য প্রকাশ করার জন্য পানভেলের ফার্ম হাউসের প্রতিবেশীর পাশাপাশি সেই মামলায় গুগল, ইউটিউব, ফেসবুক, টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে পার্টি করেছেন বজরঙ্গি ভাইজান ৷

1990-এর দশকের মাঝামাঝি প্রবাসী কেতন কক্কড় ঠিক করেন, রায়গড়ে সলমনের ফার্ম হাউসের (salman khan panvel neighbour controversy) পাড়ায় একটি ছোট জমি কিনে বাড়ি বানাবেন ৷ তিনি অবসর গ্রহণের পর সেখানেই থাকবেন বলে পরিকল্পনা ছিল তাঁর ৷ বিক্রেতা কোম্পানি বলিউডের কিংবদন্তি লেখক সেলিম খানের সঙ্গে কক্কড়ের পরিচয়ও করিয়ে দিয়েছিলেন ৷ জানা গিয়েছে, খান পরিবারের তরফে বলা হয়েছিল, এলাকাটি খুবই ভাল ৷ কক্কড়কে প্রতিবেশী হিসেবে পেলে তাঁরা খুশিই হবে বলে জানিয়েছিলেন ৷ এতে আশ্বস্ত হয়ে 1996 সালে 2.50 কোটি টাকা দিয়ে কক্কড় সেখানে একটি জমি কিনেছিলেন এবং পরে সেখানে ছোট একটি পরিবেশ-বান্ধব গণেশের মন্দির তৈরি করেন ৷ এর কয়েক বছর পর 120 ফিট উচ্চতার একটি পরিবেশ-বান্ধব খড়ের কুঁড়েঘর তৈরি করেন কক্কড় ৷ যখনই তিনি সেখানে আসতেন, উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন খান পরিবারের তরফে ৷

এরপর 2014 সালে কক্কড় (salman khan ketan kakkad panvel land controversy) যখন অবসর নিয়ে ভারতে চলে আসেন, তখন স্ত্রী অনিতার সঙ্গে থাকার জন্য একটি ছোট কটেজ বানানোর পরিকল্পনা করেন ৷ ভবিষ্যতে একটি আশ্রমও বানাবেন বলে ভাবেন তিনি ৷ তাঁর অভিযোগ, 2019 সালের ডিসেম্বরে তাঁর সম্পত্তি যেখানে, সেখানে তাঁকে প্রবেশে বাধা দেয় খান পরিবার ৷ অভিযোগ, "বারবার আবেদন জানানো সত্ত্বেও সেখানে আমাদের যেতে দেওয়া হয়নি...স্থানীয় বন ও রাজস্ব দফতরের আধিকারিকরাও আমাদের সাহায্য করেননি ৷" বাধ্য হয়ে নিজের অভিযোগ জানানোর জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে হাতিয়ার করেন কক্কড় ৷ তিনি ইউটিউবকে এ ব্যাপারে সাক্ষাৎকারও দেন ৷ ওই ফার্ম হাউস থেকে খানরা আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হয়ে বেআইনি কাজ করেন বলেও অভিযোগ করেন তিনি ৷

আরও পড়ুন:Aryan Khan arrest : বিপাকে বন্ধু-পুত্র, রাতেই মন্নতে ছুটলেন সলমন

এতেই বেজায় চটেছেন সলমন খান (salman khan latest news) ৷ ইচ্ছেকৃত ভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ এনে 8 জানুয়ারি কক্কড় ও অন্যান্যদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন দাবাং স্টার ৷ তাঁর দাবি, "এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে ৷" অবিলম্বে কক্কড়দের নিঃশর্তে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে ভাইজান ৷

মামলাটি (Salman Khan files defamation suit against neighbour) ওঠে অনিল লাদ্ধাদের এজলাসে ৷ কক্কড়ের আইনজীবী মামলার জবাব দেওয়ার জন্য সময় চেয়েছিলেন বিচারকের কাছে ৷ সেই আবেদন মেনে তাদের জবাব পেশ করতে নির্দেশ দিয়েছে আদালত ৷ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 21 জানুয়ারি ৷ সলমনের আরও অভিযোগ, সোশ্যাল মিডিয়া জায়েন্টগুলি অবিরত তাঁর বিরুদ্ধে এমন কিছু ছবি ও ভিডিয়ো প্রকাশ করে চলেছে, যাতে তাঁর ভাবমূর্তি নষ্ট হয় ৷

আরও পড়ুন:Antim First Poster: সলমন-আয়ুশের মুখোমুখি টক্কর, নজরকাড়া অন্তিমের প্রথম পোস্টার

কক্কড়ের দাবি, খান পরিবারের সঙ্গে তাঁদের কোনও শত্রুতা নেই ৷ তাঁর মতে, ভুল বোঝাবুঝি মিটে যাবে ৷ আজও সেই জমিতে ছোট বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details