পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Salman Khan fans burst crackers in theatre: অন্তিমের শোতে হলের ভেতরে বাজি ফাটালেন ভক্তরা, সতর্ক করলেন সলমন - crackers inside theatre

অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ (Antim: The Final Truth) দেখতে দেখতে চরম উৎসাহে সিনেমা হলের ভেতরেই বাজি ফাটালেন সলমন খানের ভক্তরা (Salman Khan fans burst crackers in theatre) ৷ এই ঘটনার ভিডিয়ো পোস্ট করে ভক্তদের সতর্ক করেছেন অভিনেতা ৷

Salman Khan fans burst crackers inside theatre during Antim screening, actor reacts
অন্তিমের শোতে হলের ভেতরে বাজি ফাটালেন ভক্তরা, কী বললেন সলমন ?

By

Published : Nov 28, 2021, 12:23 PM IST

মুম্বই, 28 নভেম্বর: বড় পর্দায় বলিউডের সুপারস্টার সলমন খানের (Salman Khan fans burst crackers in theatre) ফিল্ম মানেই উন্মাদনা চরমে ভক্তদের ৷ দীর্ঘদিন পর আবারও প্রেক্ষাগৃহে ভাইজানের ছবি ৷ অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ (Antim: The Final Truth) নিয়ে উৎসাহ চরমে সলমন ভক্তদের ৷ তবে সেই উৎসাহ এবার মাত্রা ছাড়াল ৷ দাবাং স্টারের ছবি দেখতে দেখতে সিনেমার হলের ভেতরেই একের পর এক আতশবাজির ফোয়ারা ছোটালেন (crackers inside theatre) অত্যুৎসাহী ভক্তরা ৷ বদ্ধ থিয়েটারের ভেতরে দর্শকদের গায়ে ধেয়ে এল আগুনের ফুলকি ৷ এই ভিডিয়ো দেখে আতঙ্কিত স্বয়ং সলমনও (Salman Khan news) ৷ তিনি ভিডিয়োটি পোস্ট করে ভক্তদের সতর্ক (Salman Khan alerts fans) করেছেন ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিয়োটি পোস্ট করেছেন সলমন খান (Salman Khan Instagram post) ৷ সেখানে দেখা যাচ্ছে, অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ চলাকালীন একটি প্রেক্ষাগৃহের ভেতরেই আতশবাজি ফাটাচ্ছেন ভক্তরা ৷ সঙ্গে চলছে দেদার চিৎকার, শিস, হুল্লোড় ৷ ভক্তদের উন্মাদনার তাজ্জব করা সেই দৃশ্য কেউ ক্যামেরাবন্দি করছেন ৷ আবার আগুনের ফুলকি ছুটে আসছে দেখে আতঙ্কে আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েছেন কয়েকজন দর্শক ৷

আরও পড়ুন:Salman Khan: সামনে বাঁদর, কোলে ভাগ্নি আয়াত ! সলমনের ভিডিয়োয় আপ্লুত নেটপাড়া

এই ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে বলিউডের সুলতান লিখেছেন, "আমার সব ভক্তদের কাছে অনুরোধ করছি, অডিটোরিয়ামের ভেতরে আতশবাজি নিয়ে যাবেন না ৷ এর ফলে বিরাট অগ্নিকাণ্ড হতে পারে ৷ আপনাদের এবং অন্যান্যদের প্রাণসংশয় হতে পারে ৷ প্রেক্ষাগৃহের মালিকদেরও অনুরোধ করব, তাঁরা যেন আতশবাজি নিয়ে সিনেমা হলে প্রবেশে অনুমতি না দেন ৷ প্রবেশদ্বারেই তাঁদের আটকে দেওয়া উচিত নিরাপত্তা রক্ষীদের ৷ সবরকম ভাবে ফিল্মটি উপভোগ করুন কিন্তু অনুগ্রহ করে এটা এড়িয়ে চলুন ৷ আমার সব ভক্তের কাছে এটা আমার অনুরোধ...ধন্যবাদ ৷"

আরও পড়ুন:Antim First Poster: সলমন-আয়ুশের মুখোমুখি টক্কর, নজরকাড়া অন্তিমের প্রথম পোস্টার

মহেশ মঞ্জেকরের তৈরি অ্যাকশন ফিল্ম অন্তিমে সলমন ছাড়াও রয়েছেন তাঁর ভগ্নিপতি আয়ুশ শর্মা ৷ 26 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি ৷

ABOUT THE AUTHOR

...view details