পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Antim First Poster: সলমন-আয়ুশের মুখোমুখি টক্কর, নজরকাড়া অন্তিমের প্রথম পোস্টার - সলমন খানের খবর

'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ' (Antim: The Final Truth)-এর প্রথম পোস্টার নিজের ইনস্টা প্রোফাইলে পোস্ট করলেন বলিউডের মেগাস্টার সলমন খান (Salman Khan) ৷ পোস্টারে ভগ্নিপতি আয়ুশ শর্মার (Aayush Sharma) সঙ্গে টক্কর দিতে দেখা গিয়েছে দাবাং স্টারকে ৷

salman-khan-and-aayush-sharma-eyeing-face-to-face-in-antim-the-final-truth-first-poster
সলমন-আয়ুশের টক্কর, নজরকাড়া অন্তিমের প্রথম পোস্টার

By

Published : Sep 7, 2021, 8:26 PM IST

নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: ভক্তদের অপেক্ষার অবসান ৷ দীর্ঘ প্রতীক্ষার পর অ্যাকশন মুভি 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ' (Antim: The Final Truth)-এর প্রথম পোস্টার প্রকাশ্যে আনলেন বলিউডের মেগাস্টার সলমন খান (Salman Khan) ৷ এই ফিল্মে প্রথমবার ভগ্নিপতি আয়ুশ শর্মার (Aayush Sharma) সঙ্গে দেখা যাবে বলিউডের সুলতানকে ৷ পোস্টারে মুখোমুখি টক্কর নেওয়ার ভঙ্গিমায় দেখা গিয়েছে শ্যালক-ভগ্নিপতিকে ৷ সলমনের বোন অর্পিতা খানের হাবি আয়ুশের সঙ্গে তাঁর এই ফিল্মের প্রথম পোস্টারই বেশ মনে ধরেছে নেটিজেনদের ৷

অন্তিমের প্রথম পোস্টারটি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন সলমন খান ৷ ক্যাপশনে ছবির গল্পেরও আভাস দিয়েছেন তিনি ৷ লিখেছেন, "অশুভ শক্তির সমাপ্তির শুরু, গণপতি বাপ্পা মোরিয়া ৷" অন্তিমে অশুভ শক্তির মুখ হিসেবে ধরা দেবেন আয়ুশ শর্মা ৷ তিনি জানিয়েছেন, এই ছবি তাঁর কাছে স্বপ্নপূরণের মতো ৷ আয়ুশের কথায়, "আজ আমার জন্য খুব বড় দিন ৷ আশা করব, আপনাদের সবার এই পোস্টার ভাল লাগবে ৷ স্বপ্ন কখনও কখনও সত্যিও হয় ৷"

সলমন-আয়ুশের টক্কর, নজরকাড়া অন্তিমের প্রথম পোস্টার

আরও পড়ুন:Akshay Kumar: আইসিইউ-তে মা, ব্রিটেনে শ্যুটিং ফেলে মুম্বই ফিরলেন অক্ষয়

অন্তিমে ফের একজন পুলিশ কর্মীর অবতারে ধরা দেবেন দাবাং স্টার ৷ পোস্টারের ব্যাকগ্রাউন্ডে অগ্নিগর্ভ পরিস্থিতির আবহ তুলে ধরা হয়েছে ৷ সেখানে পুলিশের উর্দি পরে বাইক চালিয়ে গুন্ডাদের তাড়া করতে দেখা যাচ্ছে সলমন খানকে ৷ আর আয়ুশকে এক ব্যক্তিকে গুলি করে মেরে ফেলতে দেখা গিয়েছে ৷

আরও পড়ুন:Pori Moni: দেশমাতা একটু নিরাপত্তা দিন ! কাতর আকুতি পরীমণির

গত বছর অন্তিমের ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছিলেন চিত্রনির্মাতারা ৷ সেখানে একটি অ্যাকশন দৃশ্যে সম্মুখসমরে দেখা যায় দুই মুখ্য চরিত্র সলমন ও আয়ুশকে ৷ এই ফিল্মের চরিত্রের জন্য নিজের শরীরের আমূল পরিবর্তন ঘটিয়েছেন অর্পিতার হাবি ৷

আরও পড়ুন:Bigg Boss OTT: প্রতীকের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন নেহার স্বামী

'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন মহেশ মঞ্জরেকর, যিনি দাবাংয়েও সলমনের সঙ্গে কাজ করেছেন ৷ মহেশের কন্যা সাই মঞ্জরেকর 2019 সালে দাবাং 3-তে সলমন খানের সঙ্গেই বলিউডে ডেবিউ করেছিলেন ৷

আরও পড়ুন:Manike Mage Hithe : এবার 'মানিকে মাগে হিথে'-র হিরো আলম ভার্সন, শুনেই দেখুন

ABOUT THE AUTHOR

...view details