মুম্বই, 5 মার্চ: রিলের সাইনাকে দেখে উচ্ছ্বসিত রিয়েল সাইনা । একরাশ ভালোবাসা আর শুভেচ্ছায় পরিণীতি চোপড়াকে ভরিয়ে দিলেন ব্যাডমিন্টন স্টার ।
এ মাসেই মুক্তি । অলিম্পিয়ান ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিক নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে । সেই পারদ আরও একটু চড়াতে একের পর এক পোস্টারে ছেয়ে যাচ্ছে ইন্টারনেট । সেই জোয়ারে গা ভাসিয়েছেন সাইনাও । তিনি পোস্ট করেছেন ওই ফিল্মের নতুন পোস্টার । সেই ছবি দেখলে সত্যিই তাক লেগে যাবে। সাইনার চরিত্রে অভিনয় করা পরিণীতি চোপড়াকে দারুণ মানিয়েছে । এ কথা মেনে নিয়েছেন স্বয়ং সাইনাও ।
ছবিটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ''ওয়াও...মিনি সাইনা। এই লুকের জন্য অনেক ভালোবাসা ।''
এর আগে আর একটি পোস্টার পোস্ট করে সাইনা ক্যাপশনে লেখেন, ''আমার মিষ্টি সাইনা, তোমারে অনেক শুভেচ্ছা । দারুণ পোস্টার পরিণীতি চোপড়া ।''
আরও পড়ুন:সুশান্ত মামলা : আজই চার্জশিট জমা দেবে এনসিবি
আগামী 26 মার্চ মুক্তি পাচ্ছে এই ফিল্ম । 2019 সালে এই বায়োপিকের লিড চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন শ্রদ্ধা কাপুর । তিনি ছবির শ্যুটিং-এ শুরু করে দিয়েছিলেন । তবে তাঁর হাতে অন্যান্য আরও ফিল্ম এসে যাওয়ায় এই প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যান শ্রদ্ধা । এরপর সেই জায়গায় আসেন পরিণীতি । এরপর দীর্ঘ পরিশ্রমের পর সাইনার চরিত্রকে নিজের উপর ফুটিয়ে তোলেন তিনি । তবে তিনি দর্শকদের মন কাড়তে পেরেছেন কি না, তা বোঝা যাবে ছবি মুক্তির পর ।