কলকাতা : সায়ন্তন ঘোষালের ছবি যেন গুপ্তধন সন্ধানের সমার্থক হয়ে উঠেছে। তাঁর ছবি মানেই টানটান রহস্য, রোমাঞ্চ আর অবশ্যই গুপ্তধন সন্ধানের রোমহর্ষক গল্প। এবারও আশাহত করলেন না পরিচালক। পরবর্তী ছবি 'সাগরদ্বীপে যকের ধন'-এর পোস্টারেও তিনি সেই একই রহস্যের ইঙ্গিত দিলেন।
সাগরদ্বীপে যকের ধন খুঁজতে বেরোলেন পরমব্রত-কোয়েল-গৌরব
পরমব্রত, কোয়েল আর গৌরব যকের ধন খুঁজতে বেরিয়ে পড়লেন সাগরদ্বীপে। পথ দেখাবেন সায়ন্তন ঘোষাল।
কোয়েল মল্লিক
নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে ছবির প্রথম পোস্টার শেয়ার করলেন সায়ন্তন। তবে সাধারণ পোস্টার নয়। এ একেবারে 3D পোস্টার। সেখানে দেখা গেল পরমব্রত চ্যাটার্জি, কোয়েল মল্লিক আর গৌরব চক্রবর্তী প্রথম লুক।
ছবির পোস্টার শেয়ার করেছেন গৌরবও। ক্যাপনে তিনি লিখেছেন, "এই সামারে তৈরি হন একটা অসাধারণ অভিজ্ঞতার জন্য।"