কলকাতা : পৃথিবী থেকে খনিজ তেল ক্রমশ শেষ হয়ে আসছে । আর তার সমাধান করতেই সাগরদ্বীপে পাড়ি দিলেন পরমব্রত, কোয়েল, গৌরব ও কাঞ্চন । সেখান থেকে যকের ধন খুঁজে আনাই তাঁদের মূল লক্ষ্য । আর এই গল্প দিয়েই আজ মুক্তি পেল 'সাগরদ্বীপে যকের ধন'-এর ট্রেলার ।
ছবিতে বিমল ও কুমারের চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জি ও গৌরব চক্রবর্তী । আর চিকিৎসক রুবি চ্যাটার্জির চরিত্রে দেখা গেছে কোয়েল মল্লিককে । এক পেট্রল পাম্প মালিক বাকাশ্যাম ধরের সঙ্গে দেখা হয় বিমল ও কুমারের । তাঁর বাবা রাধেশ্যাম ধর একজন বৈজ্ঞানিক ছিলেন । অ্যাডভেঞ্চারও যথেষ্ট পছন্দ করতেন তিনি । আর অ্যাডভেঞ্চারের নেশায় দক্ষিণ পূর্ব এশিয়ার একটি পরিত্যক্ত দ্বীপে গিয়ে পৌঁছন । সেখানে একটি পাথর দেখতে পান তিনি । নাম 'রেড মারকারি' । এরপর গবেষণার মাধ্যমে তিনি জানতে পারেন ওই পাথরে থাকা কেমিকাল খুবই শক্তিশালী । যা খনিজ তেলের অভাব পূরণ করতে পারে ।