পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রেড মার্কারির খোঁজে পরমব্রত-কোয়েল-গৌরব - Koel Mullick

রেড মার্কারির খোঁজে অজানা দ্বীপে পাড়ি পরমব্রত চ্যাটার্জি, কোয়েল মল্লিক ও গৌরব চক্রবর্তীর। তাঁরা কি পারবেন সাফল্য পেতে ?

Sagaedwipe Jawker Dhon
Sagaedwipe Jawker Dhon

By

Published : Dec 9, 2019, 1:57 PM IST

কলকাতা : মুক্তি পেল সায়ন্তন ঘোষালের ছবি 'সাগরদ্বীপে যকের ধন'। ছবির প্রিমিয়ারে তারকা সমাবেশ। উপস্থিত ছিল ETV ভারত সিতারা। আট থেকে আশি সবার জন্য তৈরি এই ছবি নিয়ে তুমুল কৌতুহল দর্শকের মধ্যে।

বিশেষ মুহূর্ত..

ছবি প্রসঙ্গে কোয়েল বললেন, "দর্শকের থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। ছবিটা মূলত বাচ্চাদের জন্য তৈরি। তাই এটা আমার কাছে খুবই স্পেশাল। বাংলা ছবিতে এই মানের VFX আগে ব্যবহার করা হয়নি। আমাদের এতদিনের কষ্ট দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন দেখে ভালো লাগছে।"

স্বমহিমায়..

পরমব্রত বললেন, "সকালে নন্দনে ছবিটি মুক্তি পেয়েছে। দর্শকের কাছে খুব ভালো সাড়া পেয়েছি। সবাই খুব উৎফুল্ল।" একইভাবে গৌরবও উচ্ছ্বসিত ছবির রেসপন্স নিয়ে। তিনি বললেন, "আজ থেকে নতুন অ্যাডভেঞ্চার শুরু। সকাল থেকেই খুব নার্ভাস ও টেনশনে আছি। তবে এখনও অবধি দর্শকের প্রতিক্রিয়া খুব ভালো।"

রজতাভ

মুক্তির দিন সকাল থেকেই নন্দনের সব ক'টা শো হাউজ়ফুল। এই খবরে বেশ আশ্বস্ত হয়ে টিম 'সাগরদ্বীপে যকের ধন'। দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details