কলকাতা, 28 অক্টোবর : একটি বিজ্ঞাপনের জন্য সোশ্যাল মিডিয়ার রোষের মুখে পড়লেন প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee) ৷ তাঁর নকশা করা গয়নার প্রচারে তিনি যে ছবি ব্যবহার করেছেন, তা নিয়েই আপত্তি নেট নাগরিকদের ৷ সেই ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে ৷ উঠেছে নিন্দার ঝড় ৷
কী নিয়ে বিতর্ক ?
বিতর্কের সূত্রপাত সব্যসাচী মুখোপাধ্যায়ের নয়া কালেকশন ইন্টিমেট ফাইন জুয়েলারি নিয়ে ৷ তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর ব্র্যান্ডের নতুন মঙ্গলসূত্রের প্রচারে (Mangalsutra Ad) কয়েকটি ছবি পোস্ট করেছেন এই ডিজাইনার ৷ সেই ছবিতে দ্য রয়্যাল বেঙ্গল মঙ্গলসূত্র পরে পোজ দিয়েছেন সমকামী ও বিষমকামী যুগলেরা ৷ তবে মডেলরা যে পোশাক পরেছেন তারই সমালোচনায় মুখর হয়েছেন নেট নাগরিকরা ৷ মঙ্গলসূত্রের প্রচারে যে মডেলদের ব্যবহার করা হয়েছে, তাঁদের অন্তর্বাস পরা ছবি নিয়েই আপত্তি ৷ একে অশ্লীল বলে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে ৷ কেউ লিখেছেন, "আপনি ঠিক কোন জিনিসটার বিজ্ঞাপন দিচ্ছেন ?" অনেকে আবার অভিযোগ করেছেন যে, মঙ্গলসূত্রের এমন বিজ্ঞাপন দিয়ে হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে ৷ একজন লিখেছেন,"এটা লজ্জাজনক ৷ নগ্ন ও অশ্লীল কনটেন্টের মাধ্যমে প্রচার চালিয়ে আপনি মঙ্গলসূত্রের বিজ্ঞাপন করছেন ৷ এটা ইচ্ছেকৃত ভাবে হিন্দু ভাবাবেগে আঘাত ৷ অবিলম্বে এটা মুছে ফেলুন ৷"
আরও পড়ুন:Aryan Khan Bail: 25 দিন পর জামিন আরিয়ানের, জন্মদিনে ছেলেকে কাছে পাবেন শাহরুখ