পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Kolkata Book Fair 2022: সন্তানকে মানুষ করতে হলে গুগলমুখো নয়, বইমুখী করুন: সব্যসাচী - কলকাতা বইমেলা 2022

সন্তানকে মানুষ করতে হলে গুগলমুখো নয়, বইমুখী করে তুলতে হবে ৷ বইমেলায় (Sabyasachi Chakraborty at Kolkata Book Fair) আয়োজিত সাহিত্য উৎসবে এ কথা বললেন সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty news)৷

Sabyasachi Chakraborty suggests to read books at Kolkata Book Fair 2022
সন্তানকে মানুষ করতে হলে গুগলমুখো নয়, বইমুখী করুন: সব্যসাচী

By

Published : Mar 15, 2022, 9:55 AM IST

কলকাতা, 15 মার্চ:"বাচ্চারা গুগলোগ্রাফিতে পারদর্শী হলেই বিপদ অবশ্যম্ভাবী ।" বইমেলায় (Sabyasachi Chakraborty at Kolkata Book Fair) গিয়ে বললেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty news)৷

ই-বুকের যুগেও স্বমহিমায় মাথা উঁচু করে বেঁচে আছে মলাটবন্দি বই । পাতা উলটে বই পড়ার মজাই আলাদা । এই বক্তব্য আবালবৃদ্ধবনিতা সকলের । আর হয়ত সেই কারণেই বইমেলায় প্রতিবারের মতো ক্রেতাদের ভিড় উপচে পড়েছিল । তার নিদর্শন পেয়েছে সবাই । পাতা উলটে, দেখে-বেছে বই কিনেছেন শহরবাসী । বইয়ের ছবিও পোস্ট করেছেন রীতমতো । শেষ হয়েছে চলতি বছরের বইমেলা । অপেক্ষা আগামী বারের ।

বইমেলাতে (Kolkata Book Fair 2022) আয়োজিত দু'দিন ব্যাপী সাহিত্য উৎসবে হাজির হন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী-সহ অন্যান্য বিশিষ্টজনেরা । বই নিয়ে আলোচনায় এ দিন বই ঘিরে নানা কথায় মুখরিত হন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং অভিনেতা সব্যসাচী চক্রবর্তী । আজকের ই-বুক, ফেসবুক, হোয়াটসঅ্যাপের দুনিয়াতেও বইয়ের অপরিসীম গুরুত্বের কথা বলতে গিয়ে সব্যসাচী চক্রবর্তী এ দিন মঞ্চে বসে একটি গল্প শোনান । তিনি বলেন, জনৈক ব্যক্তি একদিন খুব পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন । এক ডক্টর উপাধিধারী আর্কিটেক্ট বন্ধুর কথায় ওষুধ খেয়ে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন । সবথেকে মজার কথা যন্ত্রণায় কাতর ব্যক্তি জানতেনই না যে ডক্টর উপাধিধারী বন্ধু আসলে ডাক্তার নন । তিনি আর্কিটেক্ট-এ ডক্টরেট । তিনি গুগল দেখে ওষুধপথ্যের নাম জোগাড় করেন এবং সেগুলি চেনা পরিচিতদের সাজেস্ট করেন মাঝেমধ্যে । যে রকম আর পাঁচজন নিজেদের জানা কোনও ফলদায়ী ওষুধের নাম জেনে থাকলে বলেন অন্যদের, তেমনই । তবে, সবাই গুগল ঘেঁটে ওষুধের নাম দেখেন না, এ কথাও ঠিক ।

আরও পড়ুন:45th Kolkata International Book Fair : শেষ হল 45তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা, আগামীবর্ষের থিম কান্ট্রি স্পেন

গল্পের রেশ টেনে সব্যসাচী চক্রবর্তী বলেন, "গুগল বই তৈরি করেনি । যাঁরা গুগল তৈরি করেছেন তাঁরা আগে বইটা মন দিয়ে পড়েছেন । তারপর গুগলের মতো আজকের দুনিয়ার গুরুত্বপূর্ণ জিনিসটিকে মানুষের হাতে তুলে দিয়েছেন এবং মানুষ আজকের দিনে দাঁড়িয়ে গুগলের দ্বারা উপকৃত হচ্ছেন । তাই আগামী প্রজন্মের বইয়ের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে হবে । তাদের বইমুখী করতে হবে । গুগলমুখো নয় । হাতে তুলে দিতে হবে ওদের বয়সে পড়ার মতো গল্পের বই, ছড়ার বই । এই দায়িত্ব বাবা-মায়েরই । তারা যেন ছেলেমেয়েদের সময় কাটাতে হাতে ভিডিয়ো গেম বা মোবাইল তুলে না দেন । বাচ্চারা গুগলোগ্রাফিতে পারদর্শী হলেই বিপদ অবশ্যম্ভাবী ।" বই ঘিরে নানা কথা শুনতে এ দিন মানুষের আগ্রহের অন্ত ছিল না ।

ABOUT THE AUTHOR

...view details