বর্ধমান, 23 জানুয়ারি : বর্ধমানের উৎস ময়দানে শনিবার থেকে শুরু হল বর্ধমান পৌরসভা আয়োজিত পৌর উৎসব । প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের সূচনা করলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় । সঙ্গে ছিলেন অভিনেতা দেবশংকর হালদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা ।
মঞ্চে বসে মজার ছলে পুরোনো দিনের কথা বললেন সাবিত্রী । কোনও রাজনৈতিক আলোচনা নয়, কোনও কাদা ছোড়াছুড়ি নয়, নিতান্ত সরল স্মৃতিচারণা করে দর্শক-শ্রোতাদের মজিয়ে রাখলেন এই লেজেন্ডারি অভিনেত্রী ।
তিনি বললেন, "মানুষ যা ভাবে, তা হয় নাা । জওহরলাল নেহরুর বক্তৃতা শুনে ভেবেছিলাম নেত্রী হব । তাই পাড়ার বাচ্চাদের সঙ্গে নিয়ে দুপুরবেলা আমি কলের গানের চোঙাটা হাতে নিয়ে যা মনে আসত চিৎকার করতাম । সারা পাড়া ঘুরে বেড়াতাম ।"