কলকাতা : সাবিত্রী চট্টোপাধ্যায় ও সৌমিত্র চট্টোপাধ্যায় । 50 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একসঙ্গে পথ চলছেন তাঁরা । একাধিক ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে তাঁদের । তবে শুধু বড় পরদাই নয়, ধারাবাহিক, মঞ্চ সব জায়গাতেই একসঙ্গে অভিনয় করেছেন । সে 'নতুন দিনের আলো' হোক বা এখনকার 'প্রাক্তন'। একে অপরের প্রতি শ্রদ্ধাও তাঁদের অটুট । এখন সাবিত্রীর সেই অতি প্রিয় সৌমিত্রদা হাসপাতালে ভরতি তিন সপ্তাহেরও বেশি সময় ধরে । 'সৌমিত্রদা'-র অসুস্থার খবরে ভেঙে পড়েছেন তিনি । ETV ভারতের কাছে সৌমিত্রবাবুর কথা বলতে গিয়ে কান্না চেপে রাখতে পারেননি । কাঁদো কাঁদো গলায় তিনি বলেন, "আমি নিজের জন্য এত প্রার্থনা কোনও দিন করিনি ঈশ্বরের কাছে, যতটা না সৌমিত্র দার জন্য করছি ।"
"কোনও দিন নিজের জন্য এত প্রার্থনা করিনি, যতটা না সৌমিত্রদার জন্য করছি" - soumitra health
সাবিত্রীদেবী বলেন, "আমি তো চাই উনি সুস্থ হয়ে উঠুন । আমি রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করছি । এতদিন তাঁর সঙ্গে আমি অভিনয় করেছি । বিশ্বাস করুন আমি তাঁর সম্পর্কে কথাই বলতে পারছি না, আমার এত মন খারাপ । সব সময় ঠাকুরের কাছে বলছি, তাঁকে সুস্থ করে দাও ।"
সাবিত্রীদেবী বলেন, "আমি তো চাই উনি সুস্থ হয়ে উঠুন । আমি রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করছি । এতদিন তাঁর সঙ্গে আমি অভিনয় করেছি । বিশ্বাস করুন আমি তাঁর সম্পর্কে কথাই বলতে পারছি না, আমার এত মন খারাপ । সব সময় ঠাকুরের কাছে বলছি, তাঁকে সুস্থ করে দাও ।"
সাবিত্রীদেবীর বরাবর প্রশংসা করেছেন সৌমিত্রবাবু । যেকোনও জায়গায় তাঁর মুখে শোনা গিয়েছে সেই প্রশংসা । এ প্রসঙ্গে সাবিত্রীদেবী বলেন, "আমাকে সৌমিত্রদা যা সম্মান দিয়েছেন তা আর কেউ দেয়নি । এত প্রশংসা উনি করেছেন । আমি বলেছি, সৌমিত্রদা এত প্রশংসা তুমি কোরো না । তাও তিনি ভারতবর্ষের সব শিল্পীদের সঙ্গে আমার তুলনা করেন । সেই মানুষটার কিছু হবে আমি তো কল্পনাই করতে পারি না । মাঝে উঠে বসেছিলেন । সেই ছবি আমিও দেখেছি । কত আনন্দ হয়েছিল । আবার উনি সংকটজনক হয়ে গেলেন । আমাদের এত লোকের প্রার্থনা ঠাকুর নিশ্চয়ই শুনবেন । আমরা কেউ বাঁচব না । সকলকেই একদিন চলে যেতে হবে । তবে আমি বেঁচে থেকে সেই লোকটা চলে গিয়েছে শুনতে হবে, এটা সহ্য করা যায় না ।"