কলকাতা : সৌমিত্র চট্টোপাধ্যায় তখন হাসপাতালে লড়াই করছেন । ফাইট করছেন কোভিড এনকেফ্যালোপ্যাথি এবং একাধিক কমোরবিডিটির সঙ্গে । সেই সময় আমাদের সঙ্গে কথা বলেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় । জানিয়েছিলেন তাঁর প্রার্থনা । কিন্তু, সেই প্রার্থনা ঈশ্বর শুনলেন কই ? মন ভেঙে গেছে অভিনেত্রীর ।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে চোখের জল বাঁধ মানছে না সাবিত্রীর - সাবিত্রী চট্টোপাধ্যায়ের খবর
অনেকের মতো তিনিও মন থেকে চেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন । কিন্তু তাঁকেও নিরাশ হতে হয়েছে আজ । চোখের জল বাঁধ মানেনি আজ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের । এতদিনের সহকর্মী, বলা ভালো সহযোদ্ধা, প্রাণের বন্ধুকে হারিয়ে বাকরুদ্ধ হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী । কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে ।
বুকে জমা একরাশ কান্নাকে চেপে সাবিত্রীদি বলেছিলেন, "ঈশ্বরের কাছে নিজের জন্য এত প্রার্থনা কোনওদিন করিনি, যত না সৌমিত্রদার জন্য করছি । আমি থাকব আর তিনি থাকবেন না, সেটা আমি ভাবতেই পারি না । সৌমিত্রদা সুস্থ হয়ে বাড়ি ফিরুন সেটাই আমি চাই । সৌমিত্রদার মতো এত সম্মান কেউ আমাকে কোনওদিন দেয়নি ।"
এত ভালো বন্ধু, এত কাছের একজন মানুষকে আজ হারিয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায় । কোনও রকম কথা বলার মত অবস্থাই ছিল না তাঁর । চোখের জল ফেলতে ফেলতে আমাদের তিনি বললেন,"এখন কিছু করার নেই । যেই মানুষটা চলে গেল, তাঁর কথাই ভেবে যাচ্ছি । খুব কষ্ট হচ্ছে । এই 40 দিন ধরে তিনিও খুবই কষ্ট পাচ্ছিলেন । কিন্তু আমার ইচ্ছে ছিল উনি বেঁচে থাকুন । বাংলার ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি হয়ে গেল ।"
বলেই কথা হারিয়ে ফেলেন, কান্নায় ভেঙে পড়েন সাবিত্রী চট্টোপাধ্যায় । এই কান্নার কি কোনও শেষ আছে ?