পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"এই পুরো শহরটাই বৃদ্ধাবাস হয়ে যাবে", কেন বললেন সৌমিত্র ? - দেবের খবর

মুক্তি পেল 'সাঁঝবাতি' ছবির ট্রেলার। ছবির সংলাপে বর্তমান পারিবারিক কাঠামোর ফাটলগুলো ধরা পড়ল।

Saanjhbati trailer
Saanjhbati trailer

By

Published : Nov 29, 2019, 4:52 PM IST

কলকাতা : ছেলেমেয়েরা বড় হলে তাদের কাছে বাবা-মায়ের গুরুত্ব কমে যায়। তারা ভুলেই যায় যে বুড়ো বাবা-মা তাদের জন্য অপেক্ষা করে আছে বাড়ির কোনও কোণে বসে। অনেক ছেলে-মেয়ে তো আবার বাড়ি ছেড়ে দূরে গিয়ে থাকে জীবিকার প্রয়োজনে। বাড়ি ফেরার কোনও টান থাকে না তাদের, পুরোনো বাড়ি এক লহমায় বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে নেয় তারা। ফলে ভরে ওঠে শহর জুড়ে গড়ে ওঠা বৃদ্ধাবাসগুলোর ঘর। এরকম কিছু প্র্যাক্টিকাল সমস্যার কথা তুলে ধরবে 'সাঁঝবাতি'।

ছবির দৃশ্য

ছবিটি পরিচালনা করেছেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল ব্যানার্জি। 'সাঁঝবাতি' তাঁদের পরিচালিত দ্বিতীয় ছবি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র চ্যাটার্জি, লিলি চক্রবর্তী, দেব ও পাওলি দাম। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত।

ইতিমধ্যেই ছবিটি নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে দর্শকের মধ্যে। কারণ ছবির বিষয়বস্তু ও অবশ্যই ছবির কাস্ট। দেবকে একেবারে অন্য ধরনের চরিত্রে দেখা যাবে এখানে। সৌমিত্র আর লিলি চক্রবর্তীর অভিনয় আরও একটি দ্রষ্টব্য 'সাঁঝবাতি'-র।

দেখে নিন সেই ট্রেলার...

ABOUT THE AUTHOR

...view details