কলকাতা, 29 সেপ্টেম্বর : পুজো সামনেই । কী ভাবছেন ? এ বারের পুজোটাও আগের বারের মতোই ম্যাড়মেড়ে কাটবে ? মুক্তমনা হয়ে করতে পারবেন না প্যান্ডেল হপিং ? বিধিনিষেধের ভ্রূকুটি এ বারও আপনার দিকে থাকবে তীক্ষ্ণ ? ঠিকই ধরেছেন । এই সবই হয়ত এ বারের পুজোতেও আমাদের জন্য থাকছে উপহারস্বরূপ । হয়ত এমনও ভাবছেন, পুজোর সময়টা পাহাড়ের কোলে একান্তে কাটাতে পারলে ভাল হত । সেখানেও ভয় কম নেই । করোনা এখনও রয়েছে বহাল তবিয়তেই ৷ কোথাও কম, কোথাও বেশি । কিন্তু মুছে যায়নি । তাই দুধের সাধ ঘোলে মেটানোর রসদ হাজির হয়েছে আপনার জন্য ।
এ বছর আন্তর্জাতিক পর্যটন দিবসে প্রকাশ পেল শিল্পী রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) পুজোর নতুন গান (Durga Puja Song) । উদ্যোগে 'দ্য ড্রিমার্স মিউজিক'-এর সর্বময় কর্তা সুদীপ্ত চন্দ ৷ তাঁর মূল পরিকল্পনায় পাহাড়ের প্রেক্ষাপটেই এই নতুন গানের আবহ নির্মিত হয়েছে । গানের কথা ও সুর দুই-ই সুদীপ্তর নিজের । সঙ্গীত আয়োজন করেছেন মাধুর্য মুখোপাধ্যায় । গান জুড়ে রয়েছে পাহাড় আর পাহাড় ।
মানুষ এই করোনা আবহে অনেকটাই ঘরবন্দি । ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলেও করোনার ভয়ে ভীত । 27 সেপ্টেম্বর 'আন্তর্জাতিক পর্যটন দিবস' উপলক্ষে পাহাড়ে হারিয়ে যাওয়ার গানের শুভমুক্তি হল 'দ্য ড্রিমার্স মিউজিক'-এর ডিজিটাল প্ল্যাটফর্মে ।
আরও পড়ুন:Swastika Dutta: লিপ বাম, সানস্ক্রিন মেখেই ওয়েবে গ্ল্যামারাস স্বস্তিকা ! আসছে উত্তরণ