কলকাতা, 8 মার্চ : গত কয়েকদিন ধরেই একদিকে যেমন পর পর নিজের বিচ ভ্যাকেশনের ছবি দিয়ে ইনস্টাগ্রাম মাতাচ্ছেন টলিতারকা দেব তথা দীপক অধিকারী ৷ তেমনি অন্য়দিকে সমুদ্র বেলায় ছুটি কাটানোর ছবি আপলোড করছেন তাঁর বান্ধবী রুক্মিণী মৈত্রও (Dev and Rukmini in Maldives) ৷ তাঁদের সম্পর্ক নিয়ে বারবার একাধিক গুঞ্জন সামনে এসেছে ঠিকই, তবে এবিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই ৷ বরং বারবারই জানানো হয়েছে তাঁরা দুজনেই খুব ভাল বন্ধু ৷ কিন্তু খবর অনুযায়ী এবারেও একসঙ্গে ছুটি কাটানোর উদ্দেশ্য়ে মালদ্বীপকে বেছে নিয়েছেন সিনেপাড়ার এই দুই নক্ষত্র ৷
এবার উদ্দেশ্য় না কি রুক্মিণীর মায়ের 60 বছরের জন্মদিন উদযাপন ৷ কয়েকদিন আগেই মায়ের সঙ্গে পানীয়ের গ্লাস হাতে সোশ্য়াল মিডিয়ায় ছবিও পোস্ট করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে ৷ এর আগে 2021 সালেও মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন দেব-রুক্মিণী ৷ কিন্তু অফিসিয়ালি একসঙ্গে কোনও ছবিতেই দেখা যায়নি তাঁদের ৷ তবে ফেলুদা বা ব্যোমকেশ না হলেও তাঁদের সোশ্য়াল মিডিয়া পোস্টের সময়সূচি দেখে অনেকেই বুঝে গিয়েছিলেন একসঙ্গেই ছুটি কাটাচ্ছেন পর্দার এই পরিচিত জুটি ৷