কলকাতা : পেশায় হয়তো অভিনেতা, তবে নেশায় এক আদ্যোপান্ত শিল্পী রুদ্রনীল ঘোষ । অভিনয় ছাড়াও তাঁর লেখা, ছবি আঁকা, ফোটো তোলা প্রমাণ করে দেয় যে একঝাঁক গুণের অধিকারী তিনি । রুদ্রর কবিতায় ফুটে ওঠে সমকালীন বিষয়, প্রান্তিক মানুষদের যন্ত্রণা বা সামাজিক সতর্কতার কথা । এবার তাঁর কবিতার বিষয় 'লিফ্টম্যান' ।
লিফ্টে করে আমরা দিনে হাজার বার উপর-নিচ করি । কিন্তু, একবার কি ওই লিফ্টম্যানটির দিকে ভালোভাবে তাকিয়ে দেখি ? তাঁর যন্ত্রণার কথা, বিরক্তির কথা বোঝার চেষ্টা করি ? রুদ্রনীল কিন্তু করলেন । তাঁদের নিয়ে লিখে ফেললেন এক আস্ত কবিতা ।