পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"ফালতুরা কত দামী", রুদ্রনীলের কবিতায় এবার উপেক্ষিত লিফ্টম্যান - রুদ্রনীল ঘোষের খবর

এবার লিফ্টম্যানদের উদ্দেশে একটা কবিতা লিখলেন রুদ্রনীল ঘোষ । তাঁর লেখনীতে ফুটে এল লিফ্টের কোণায় সারাদিন ধরে বসে থাকা সেই মানুষগুলোর না বলা কথা ।

Rudranil Ghosh writes poem
Rudranil Ghosh writes poem

By

Published : Aug 13, 2020, 9:32 AM IST

কলকাতা : পেশায় হয়তো অভিনেতা, তবে নেশায় এক আদ্যোপান্ত শিল্পী রুদ্রনীল ঘোষ । অভিনয় ছাড়াও তাঁর লেখা, ছবি আঁকা, ফোটো তোলা প্রমাণ করে দেয় যে একঝাঁক গুণের অধিকারী তিনি । রুদ্রর কবিতায় ফুটে ওঠে সমকালীন বিষয়, প্রান্তিক মানুষদের যন্ত্রণা বা সামাজিক সতর্কতার কথা । এবার তাঁর কবিতার বিষয় 'লিফ্টম্যান' ।

লিফ্টে করে আমরা দিনে হাজার বার উপর-নিচ করি । কিন্তু, একবার কি ওই লিফ্টম্যানটির দিকে ভালোভাবে তাকিয়ে দেখি ? তাঁর যন্ত্রণার কথা, বিরক্তির কথা বোঝার চেষ্টা করি ? রুদ্রনীল কিন্তু করলেন । তাঁদের নিয়ে লিখে ফেললেন এক আস্ত কবিতা ।

রুদ্র লিখেছেন, "আমার একটা আংগুল ছোঁয়ায় ওঠা নামা করে লোকজন / চার বাই চারফুট ঘরে আটকেই থাকি সারাক্ষণ / সুটবুট পরা ভদ্রোলোকেরা নাম্বার বলে শুধু / প্রোমোশান নিয়ে আলোচনা করে...ইমোশান ফাঁকা ধুধু !"

তাঁর লেখা কবিতা ইতিমধ্যে ভাইরাল সোশাল মিডিয়ায় । সাধারণ মানুষদের সঙ্গে একাধিক সেলেব্রিটিও প্রতিক্রিয়া জানিয়েছেন এই কবিতায় । আপনারাও পড়ে নিন..

সৌজন্যে ইনস্টাগ্রাম @rudranilrudy

ABOUT THE AUTHOR

...view details