পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"ধন্যবাদ আহাম্মক", ক্ষোভে ফেটে পড়লেন রুদ্রনীল - রুদ্রনীল ঘোষের রাগ

সোশাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়লেন রুদ্রনীল ঘোষ । কোরোনা নিয়ে যাবতীয় সতর্কতা জারি করার পরও যারা রাস্তায় বেরোচ্ছেন, যারা কোয়ারেন্টাইনের গুরুত্ব বুঝতে পারছেন না, সেই সব মানুষের বিরুদ্ধে গলা তুললেন রুদ্রনীল ।

rudranil against this society
rudranil against this society

By

Published : Apr 8, 2020, 9:24 PM IST

কলকাতা : দেশের পরিস্থিতি এখনও সামলে ওঠেনি, তাই বাড়তে পারে লকডাউনের সময়সীমা । এই খবর এখন মোটামুটি সবাই জেনে গেছেন । কিন্তু, কাদের গাফিলতিতে দেশের আজ এই অবস্থা ? নিজামুদ্দিনে জমা হওয়া মানুষগুলো বা বাজার করার নাম করে রাস্তায় বেরোনো সেই সব মানুষগুলোর বিরুদ্ধে কথা বললেন রুদ্রনীল ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেতা । সেখানে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন, সমাজকর্মী, পুলিশ, পরোপকারী মানুষ, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কাউকে ধন্যবাদ জানাতে আসেননি তিনি । বরং যেই সব মানুষগুলোর অশিক্ষা বা বোকামির জন্য আজ দেশের এই অবস্থা, তাদের ধন্যবাদ জানাতে এসেছেন তিনি ।

সৌজন্যে ইনস্টাগ্রাম

কথা বেশ ভালোই বলেন রুদ্রনীল । মজার মোড়কে অনেক সত্যি কথা বলে যান তিনি । এবারও তার ব্যতিক্রম হল না । রুদ্রনীল বললেন, "আমি ধন্যবাদ জানাতে এসেছি এই দেশের 10-20 শতাংশ সেই আহাম্মক অসভ্য মানুষদের, যারা এই লকডাউনের কারণ এবং এই লকডাউন দীর্ঘায়িত হলে তারও কারণ ।"

এরপর এক দীর্ঘ ভিডিয়ো বার্তার শেষে সবাইকে অভিনেতার অনুরোধ, "বাজার করার আছিলায় আড্ডা মারতে বেরিয়ে পড়া সেই সমস্ত মহাবীরদের পায়ে দিন একটা", দেখে নিন রুদ্রনীলের ভিডিয়ো..

ABOUT THE AUTHOR

...view details