কলকাতা : দেশের পরিস্থিতি এখনও সামলে ওঠেনি, তাই বাড়তে পারে লকডাউনের সময়সীমা । এই খবর এখন মোটামুটি সবাই জেনে গেছেন । কিন্তু, কাদের গাফিলতিতে দেশের আজ এই অবস্থা ? নিজামুদ্দিনে জমা হওয়া মানুষগুলো বা বাজার করার নাম করে রাস্তায় বেরোনো সেই সব মানুষগুলোর বিরুদ্ধে কথা বললেন রুদ্রনীল ।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেতা । সেখানে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন, সমাজকর্মী, পুলিশ, পরোপকারী মানুষ, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কাউকে ধন্যবাদ জানাতে আসেননি তিনি । বরং যেই সব মানুষগুলোর অশিক্ষা বা বোকামির জন্য আজ দেশের এই অবস্থা, তাদের ধন্যবাদ জানাতে এসেছেন তিনি ।