লন্ডন : আপকামিং ছবি 'স্বস্তিক সংকেত'-এর শুটিং নিয়ে এখন ব্যস্ত রয়েছেন রুদ্রনীল ঘোষ । আপাতত লন্ডনে চলছে ছবির শুটিং । তবে শুটিংয়ের ফাঁকে চুটিয়ে লন্ডন ভ্রমণ করছেন তিনি । আর সেখানে গিয়ে তাঁর যেসব অভিজ্ঞতা হচ্ছে, তা সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন ।
লন্ডনে পৌঁছানোর পর থেকেই সোশাল মিডিয়ায় একের পর এক ছবি পোস্ট করছেন রুদ্রনীল । কখনও সেই শহরের ঠান্ডায় গা ভাসিয়ে দিয়েছেন । আবার কখনও কাঁধে ঝোলা নিয়ে ভ্রমণ করতে বেরিয়ে পড়েছেন তিনি । কখনও আবার সিনেমা হলে গিয়ে সিনেমাও দেখেছেন । আবার শুটিংয়ের ফাঁকে দেখা করে নিয়েছেন পুরোনো বন্ধুর সঙ্গেও । সব মিলিয়ে বেশ ভালোই চলছিল । বাধ সাধল সেই দেশের শৌচালয় দেখে ।