পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রতারণার শিকার মৌবনি, খোয়ালেন 17 হাজার টাকা

সাধারণ মানুষের পাশাপাশি এবার অনলাইনে প্রতারণার শিকার হলেন অভিনেত্রী মৌবনি সরকার । তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গেছে প্রায় 17 হাজার টাকা ।

sf
df

By

Published : Jan 14, 2020, 9:52 PM IST

কলকাতা : প্রতারণার শিকার হলেন জাদুকর পিসি সরকার জুনিয়রের মেয়ে মৌবনি সরকার । সম্প্রতি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 17 হাজার টাকা খোয়া গেছে বলে অভিযোগ । পূর্ব যাদবপুর থানায় এই সংক্রান্ত অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানা গেছে । তদন্ত শুরু করেছে পুলিশ ।

11 জানুয়ারি মৌবনির কাছে অ্যাপের নাম করে একটি ফোন আসে । বলা হয় যে তিনি লাকি ড্রয়ের মাধ্যমে একটি টেলিভিশন সেট জিতেছেন । যার দাম 49 হাজার টাকা । এপ্রসঙ্গে মৌবনি বলেন, "ওরা আমার নম্বর কোথা থেকে পেল তা জানি না । তবে ওরা আমার বিষয়ে অনেক কিছুই জানত । কিন্তু, ছোটো থেকেই বহু লটারি জিতেছি । তাই ভেবেছিলাম তেমনই কিছু একটা হবে । সেই কারণে টেলিভিশন সেট নিতে রাজি হয়ে যাই । কিন্তু, তারা বলে এটা নিতে গেলে ওদের সাইটে ঢুকে আমাকে পাঁচ হাজার টাকার শপিং করতে হবে । তাতে আমার কোনও সমস্যা ছিল না । তাও করি ।"

তবে সেখানেই থেমে থাকেনি প্রতারকরা । অভিযোগ, এরপর GST বাবদ অভিনেত্রীর থেকে 11,900 টাকা । চাওয়া হয় । সেটিও পাঠিয়ে দেন তিনি । প্রতারকরা তাঁকে বলে যে পুরস্কার বাড়িতে পৌঁছে যাবে । কিন্তু, পুরস্কার আর আসেনি । তখন তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন । এভাবেই 17 হাজার টাকা খোয়া যায় তাঁর অ্যাকাউন্ট থেকে ।

অভিযোগ, তারপরও মৌবনির থেকে আরও টাকা দাবি করে প্রতারকরা । প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে পুরো টাকা তাদের ফেরত দিতে বলেন অভিনেত্রী । পুলিশের দ্বারস্থ হওয়ারও হুমকি দেন । সঙ্গে সঙ্গে প্রতারকরা ফোন কেটে দেয় । তারপর থেকে অভিযুক্তদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি তিনি । এরপর পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন । এদিকে পুলিশের ভূমিকা নিয়ে খুবই খুশি মৌবনি ।

এই ঘটনা প্রসঙ্গে মুরলীধর শর্মা বলেন, “ কোনও অ্যাপে KYC করানোর নামে প্রতারণার পাশাপাশি, পুরোনো এক কায়দাও ব্যবহার করছে প্রতারকরা । মনে রাখতে হবে এমনি এমনি কেউ কোনও পুরস্কার জেতে না । কোনও বিষয়ে কোনও সমস্যা থাকলে কলকাতা পুলিশ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে ।"

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details