পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

RRR release date delayed : তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, স্থগিত 450 কোটি টাকা ব্যয়ে তৈরি RRR-এর মুক্তি - rrr release pushed due to third wave

বড়দিন, নতুন বছরের উৎসবের মরসুমে জমিয়ে ব্যবসার আশায় বুক বেঁধেছিলেন চলচ্চিত্র নির্মাতারা ৷ কিন্তু দেশে করোনার বাড়বাড়ন্ত এবং ওমিক্রন আতঙ্ক সেই আশায় জল ঢেলে দিয়েছে ৷

RRR release date pushed
RRR release date pushed

By

Published : Jan 1, 2022, 10:00 PM IST

Updated : Jan 2, 2022, 7:27 AM IST

হায়দরাবাদ, 1 জানুয়ারি : ফের পিছিয়ে গেল এসএস রাজামৌলি পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি RRR-এর মুক্তি ৷ দেশে করোনার বাড়বাড়ন্ত এবং দিল্লিতে সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন ছবির নির্মাতারা ৷ আগামী 7 জানুয়ারি ছবিটি সারা দেশে মুক্তি পাওয়ার কথা ছিল ৷ সিনেমাটির মুক্তির তারিখ যে পিছিয়ে যেতে পারে তা কিছুটা আন্দাজ করা যাচ্ছিল ৷ অবশেষে আজ টুইট করে ছবির মুক্তি আপাতত স্থগিত রাখার কথা জানানো হয়েছে ৷

করোনা আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরেছে সিনেমা হলগুলি ৷ মুখে হাসি ফুটেছিল চলচ্চিত্র নির্মাতা এবং হল মালিকদের ৷ বড়দিন, নতুন বছরের উৎসবের মরশুমে জমিয়ে ব্যবসার আশায় বুক বেঁধেছিলেন তাঁরা ৷ কিন্তু দেশে করোনার বাড়বাড়ন্ত এবং ওমিক্রন আতঙ্ক সেই আশায় জল ঢেলে দিয়েছে ৷ পরিস্থিতি সামলাতে রাজধানীতে সমস্ত সিনেমা হল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার ৷ পরিস্থিতির কথা মাথায় রেখে তাই এসএস রাজামৌলি পরিচালিত ছবি ট্রিপল আর-এর মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা ৷ টুইটারে লেখা হয়েছে, "সবদিক বিবেচনা করে আমাদের ছবির মুক্তি স্থগিত করতে বাধ্য হলাম ৷ নি:শর্ত ভালবাসা দেওয়ার জন্য দর্শক এবং অনুরাগীদের ধন্যবাদ ৷"

আরও পড়ুন : RRR Trailer Launch : অ্যাকশনে ভরপুর ‘RRR’, ট্রেলারেই প্রত্যাশার পারদ চড়ালেন রাজামৌলি

রাইজ় রোর রিভল্ট, সংক্ষেপে ‘RRR’ ৷ মারকাটারি অ্যাকশন, দুর্ধর্ষ ভিএফএক্স- দর্শকদের প্রত্যাশার পারদকে ট্রেলারেই কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন রাজামৌলি ৷ বাহুবলি খ্যাত এই পরিচালকের ছবির মুখ্য দুই চরিত্র হলেন জুনিয়র এনটিআর এবং রাম চরণ ৷ বলিউড থেকে ছবিতে দেখা যাবে আলিয়া ভাট ও অজয় দেবগণকে ৷ দুই তেলেগু মুক্তিযোদ্ধা সীতারামা রাজু ও কমারাম ভীমার জীবন নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা ৷ প্রায় 450 কোটি টাকা ব্যায়ে তৈরি ‘RRR’ ৷

Last Updated : Jan 2, 2022, 7:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details