নয়াদিল্লি, 29 মার্চ : মাত্র তিনদিনের বিশ্বব্যাপী সফরেই 500 কোটির ক্লাবে ঢুকে পড়ল এসএস রাজামৌলির নতুন ছবি 'আরআরআর'৷ এই বহু প্রতিক্ষিত ছবিটি সামনে আসার আগে থেকেই যথেষ্ট উৎসাহ ছিল সিনেপ্রেমীদের মধ্য়ে (RRR Crosses 500 crore in Box Office) ৷ বিশেষত 'বাহুবলী'-র বিপুল সাফল্যের পর এনটিআর, রাম চরণের এই যুগলবন্দি মানুষের মন কতটা জয় করে নিতে তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সকলে সিনেপ্রেমীদের যে খুব হতাশ করেনি এই ছবি তা বলাই বাহুল্য ৷ কারণ মাত্র তিনদিনেই প্যান ইন্ডিয়া সফরেই ব্যবসায়িক ভাবে ভীষণ সফল এই ছবি ৷
ফ্লিম ক্রিটিক তরণ আর্দশ এদিন নিজের টুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছেন, আরআরআর একটা নতুন বেঞ্চমার্ক সেট করেছে ৷ ইতিমধ্যে 500 কোটিতে পৌঁছে গিয়েছে এই ছবি এবং কাউন্টিং এখনও চলেছে ৷ তিনি আরও যোগ করেছেন রাজামৌলির এই ছবি ভারতীয় ছবির গৌরবকে ফিরিয়ে এনেছে এবং পুনশ্চ দিয়ে তিনি এও জানিয়েছেন মনে রাখা উচিত ছবিটি ছুটির দিনে মুক্তি পায়নি এবং মহামারি যুগও রয়েছে ৷