কলকাতা, 15 ফেব্রুয়ারি: দুরারোগ্য ক্যানসারের চিকিৎসার খরচ আকাশছোঁয়া ৷ দুঃস্থ পরিবারে এই রোগ হানা দিলে তার চিকিৎসার ভার বহন করতে হিমশিম খেতে হয় মানুষকে ৷ দরিদ্র পরিবারে ক্যানসার আক্রান্ত শিশুদের কল্যাণে সাহায্যের (Rotary's Effort for Cancer Patients) হাত বাড়িয়ে দিল 'রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট' ও 'রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট অরগানাইজেশন 3291' ৷ আর এই মহান কর্মযজ্ঞে তাদের সঙ্গী হলেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta dances for Cancer Patients) এবং শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী (Kaushiki Chakraborty songs)।
দরিদ্র পরিবারের ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে এ বার 'রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট' ও 'রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট অরগানাইজেশন 3291' । তাঁদের সঙ্গে এই উদ্যোগে সামিল টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী । সেই সব শিশুর পরিবারের হাতে টাকা তুলে দিতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল ৷ এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কৌশিকী চক্রবর্তী । তাঁর সঙ্গে গলা মেলান তাঁর পুত্রও । এ দিন মঞ্চে নিজের ট্রুপ নিয়ে নৃত্য পরিবেশন করেন ঋতুপর্ণা সেনগুপ্ত । তিনি নৃত্য পরিবেশন করেন নৃত্য শিল্পী অভিমন্যু সেনগুপ্তর সঙ্গেও । এদিন দু‘জন ক্যানসার জয়ী শিশুর সঙ্গেও নাচ করতে দেখা যায় ঋতুপর্ণাকে ।